কমনওয়েলথ গেমস বাছাই পর্বে নিজেদের প্রথম ম্যাচেই দুরন্ত জয় ছিনিয়ে নিয়েছে বাংলাদেশের মেয়েরা। মালয়েশিয়ার মেয়েদের ধসিয়ে দিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। এ ম্যাচেই অনন্য এক রেকর্ড গড়েছেন ফারজানা হক।
বাংলাদেশের প্রথম নারী ব্যাটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক হাজার রানের মাইলফলকে পৌঁছে গেছেন এ টপ-অর্ডার ব্যাটার। দেশের এমাত্র নারী ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে এক হাজার রানের ক্লাবের সদস্য বনে গেলেন ফারজানা।
মালয়েশিয়ার বিপক্ষে মাঠে নামার আগে দেশের জার্সি গায়ে টি-টোয়েন্টিতে ফারজানার সংগ্রহ ছিল ৯৯৮ রান। ২ রান তুলতেই ইতিহাস গড়ে ফেলেন ডান-হাতি এ ব্যাটার। তবে ব্যক্তিগত স্কোরটা বেশি দূর নিয়ে যেতে পারেননি।
মাত্র ৭* রানেই থেমে যায় তার ব্যক্তিগত ইনিংস। কেননা ৪৯ রানের লক্ষ্য টপকে ২ উইকেট হারিয়ে ৫৩ রান তুলতেই দল জিতে যাওয়ায় আর রান তোলার সুযোগ পাননি। তবে ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণে ফারজানার সংগ্রহ দাঁড়িয়েছে এখন ১০০৫ রান। তার কাছাকাছি রয়েছেন ক্যাপ্টেন নিগার সুলতানা জ্যোতি। তার সংগ্রহ ৮৬১ রান।