মাটিতে পা রাখছেন মুমিনুল

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-09-01 14:50:51

দারুণ সফর শেষ করে নিউজিল্যান্ড থেকে দেশে ফিরেছেন টাইগার ক্রিকেটাররা। নিউজিল্যান্ডের মাটিতে ঐতিহাসিক জয়ের সঙ্গে দুই টেস্টের সিরিজ ড্র করে ফিরেছে লাল-সবুজের প্রতিনিধিরা। তবে তাই বলে উচ্ছ্বাসের তোড়ে ভেসে যেতে চান না ক্যাপ্টেন মুমিনুল। সন্তুষ্টির ঢেঁকর তুলতে চান না। গা এলিয়ে না দিয়ে পরবর্তী সিরিজগুলোতে ধরে রাখতে চান এই সাফল্য।

আগামী মার্চে মুমিনুল হকের দল যাবে দক্ষিণ আফ্রিকা সফরে। পরে টাইগাররা টেস্ট সিরিজ খেলবে শ্রীলঙ্কা ও ভারতের বিপক্ষে। সঙ্গে যাবে ওয়েস্ট ইন্ডিজে সফরে। নিউজিল্যান্ড থেকে ফিরে ক্যাপ্টেন মুমিনুল জানালেন, সামনের এই সিরিজগুলো নিয়ে এখন থেকে চিন্তা শুরু করেছেন, ‘আপনারা এমন কিছু প্রত্যাশা করেননি, আমার দলের অনেকে ভাবতে পারেনি, হয়তো আমি করেছি কিছুটা। আপনারা কেউই আশা করতে পারেননি যে আমরা ওখানে টেস্ট ম্যাচ জিতব। তারপরও জিতেছি। এখন আমি সবচেয়ে বেশি চিন্তিত, পরের সিরিজগুলো নিয়ে। সামনে অনেক ভালো সিরিজ আছে, দক্ষিণ আফ্রিকা-শ্রীলঙ্কা-ওয়েস্ট ইন্ডিজ-ভারতের বিপক্ষে খেলতে হবে আমাদের।’

একটি টেস্ট জিতেই খুশির জোয়ারে ভাসতে চান না। পরের সিরিজগুলোতেও দলের পারফরম্যান্সের উন্নতি দেখতে চান মুমিনুল, ‘ওই সিরিজগুলো আমাদের জন্য চ্যালেঞ্জিং, অধিনায়ক হিসেবে আমি মনে করি। আমাদের অনেক জায়গায় উন্নতি করতে হবে। একটা টেস্ট ম্যাচ জিতে খুশি থাকলাম, সেই সুযোগ নেই। আমাদের পায়ের নিচে মাটি থাকতে হবে। প্রতিদিন আরও উন্নতি করতে হবে।’

ঢাকায় পা রেখে বিমানবন্দরে মুমিনুল জানালেন প্রথম টেস্টে সাফল্য ধরা দেয়ার নেপথ্যের রহস্য, ‘কোনো ক্যারিশমা নেই, কোনো জাদু-মন্ত্র ছিল না। আমরা আমাদের প্রক্রিয়া ঠিক রাখার চেষ্টা করেছি। যে জায়গায় উন্নতি করা দরকার, অনেক দিন থেকে চেষ্টা করছি একটা দল হিসেবে খেলার, সেটাই করেছি। বাংলাদেশ তখনই ভালো করে, যখন দল হিসেবে খেলে। বিশেষ করে টেস্টে। একজন-দুজন পারফর্ম করলে হয় না।’

প্রথম টেস্টে ব্যাট-বল হাতে অপ্রতিরোধ্য হলেও দ্বিতীয় টেস্টে খেই হারিয়ে ফেলে দেশের ক্রিকেটাররা। হেরে যায় ইনিংস ব্যবধানে। মুমিনুল জানালেন সেই হারের কারণ, ‘দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে দল হিসেবে আমরা ভালো ব্যাট করতে পারিনি। দ্বিতীয় ইনিংসে মোটামুটি কাভার করার চেষ্টা করেছি আমরা। কিন্তু টেস্টে প্রথম ইনিংসে ধস নামলে টেস্টে ফিরে আসা কঠিন।’

নিউজিল্যান্ডে এমন সাফল্যের পরেও বোর্ডের কোনো কর্তাব্যক্তি কেন বিমানবন্দরে শুভেচ্ছা জানাতে আসলেন না? মুমিনুল উত্তরটা দিলেন কড়া ভাষায়, ‘যে প্রশ্নটা করেছেন এটা বিতর্ক তৈরি করার মতো প্রশ্ন। আমি আপনাদের জন্য ক্রিকেট খেলি না, দেশের জন্য খেলি। পেশাদার ক্রিকেটার হিসেবে কে আসল না আসল এসব চিন্তা করি না।’

এ সম্পর্কিত আরও খবর