ছুটি কাটিয়ে যুক্তরাষ্ট্র থেকে ফিরে স্বাধীনতা কাপ বিসিএলে মধ্যাঞ্চলের হয়ে খেলছিলেন সাকিব আল হাসান। একটু একটু করে ব্যাট-বল হাতে নিজেকে যেন ফিরে পাচ্ছিলেন। কিন্তু হঠাৎ করেই সব এলোমেলো হয়ে গেল।
কোমরের চোট নিয়ে সিলেট থেকে ঢাকায় ফিরেছেন দলের প্রাণভোমরা সাকিব। যে কারণে বৃহস্পতিবার গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচটি খেলতে পারবেন না বিশ্বসেরা এ অলরাউন্ডার।
এখন মধ্যাঞ্চল ফাইনালের টিকিট কাটলেও সাকিব তাতে খেলতে পারবেন কিনা, সেটা নিশ্চিত নয়। টিম ম্যানেজমেন্ট দিয়েছে শিরোপা নির্ধারণী ম্যাচ থেকে সাকিব ছিটকে যাওয়ার আশঙ্কার খবর।
মঙ্গলবার উত্তরাঞ্চলের বিপক্ষে ব্যাটিংয়ের সময় কোমরে চোট পান সাকিব। পরে ব্যাটিং শেষে ১০ ওভার বোলিংও করেন। কিন্তু সেই অস্বস্তি এখনও রয়ে গেছে। তাই ম্যাচ শেষে সাকিব উড়ে আসেন ঢাকায়।
বিসিএলে আর না ফিরতে পারলে ফরচুন বরিশালের হয়ে বিপিএলের মাঠেই দেখা যাবে সাকিবকে।