আগামী ২১ জানুয়ারি চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও ফরচুন বরিশালের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসর। ফাইনাল দিয়ে এবারের আসরের পর্দা নামবে ১৮ ফেব্রুয়ারি।
আজ বুধবার, ১২ জানুয়ারি দেশের জাকজমকপূর্ণ ঘরোয়া এ টি-টোয়েন্টি টুর্নামেন্টের সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিপিএলের অষ্টম আসরের খেলা হবে ঢাকা, সিলেট ও চট্টগ্রামে। ফাইনালসহ এবারের আসরে সব মিলিয়ে ম্যাচ হবে ৩৪টি। সূচি বলছে, প্রায় প্রতিদিনই থাকছে দু’টি করে খেলা।
শুক্রবার দিনের প্রথম খেলা মাঠে গড়াবে দুপুর ১টা ৩০ মিনিটে। আর দ্বিতীয় খেলা শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়। সপ্তাহের বাকি ছয় দিন প্রথম খেলা শুরু হবে দুপুর সাড়ে ১২টায়। দ্বিতীয় খেলা মাঠে গড়াবে সন্ধ্যা সাড়ে ৫টায়।