বাংলাদেশের বিপক্ষে মাঠের লড়াইয়ে বাজে আচরণের জন্য শাস্তি পেয়েছেন নিউজিল্যান্ডের পেসার কাইল জেমিসন। টাইগার ব্যাটসম্যান ইয়াসির আলী রাব্বীকে সাজঘরে ফিরিয়ে ‘অশালীন’ মন্তব্য করেছিলেন। অখেলোয়াড় সুলভ সেই আচরণের জরিমানা হিসেবে জেমিসনের ম্যাচ ফি’র ১৫ শতাংশ কেটে নিয়েছে আইসিসি। একটি ডিমেরিট পয়েন্টও যোগ হয়েছে তার নামের পাশে।
ক্রাইস্টচার্চ টেস্টের দ্বিতীয় দিন ইয়াসিরকে বাউন্সার দেন জেমিসন। জবাবে পুল শট খেলতে চেয়েছিলেন ইয়াসির। তবে ব্যর্থ হয়ে ডিপ মিড উইকেটে ক্যাচ তুলে দেন ড্যারিল মিচেলের হাতে। ইয়াসিরের উইকেট শিকার করেই গালি দিয়ে বসেন জেমিসন।
ম্যাচ শেষে মাঠের আম্পায়াররা ম্যাচ রেফারি জেফ ক্রোর কাছে বিষয়টি নিয়ে অভিযোগ করেন। সেই অভিযোগের ভিত্তিতে জেমিসনকে জরিমানা করেন রেফারি। শাস্তি মেনে নেয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। গত দুই বছরে এ নিয়ে তিনটি ডিমেরিট পেলেন এ কিউই ক্রিকেটার।