অনেকদিন পর সেঞ্চুরির আভাস দিয়েছিলেন বিরাট কোহলি। চোট কাটিয়ে কেপটাউন টেস্টে শতকের অনেকটা কাছাকাছি চলে গিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত জাদুকরী তিন অঙ্কের দেখা পাননি। ভারতীয় ক্যাপ্টেনকে হতাশ করেছেন ক্যাগিসো রাবাদা।
২০১ বলে ১২ বাউন্ডারি ও ১ ছক্কায় ৭৯ রানের দুরন্ত এক ইনিংস খেলে সাজঘরে ফেরেন কোহলি। সঙ্গে দলীয় স্কোরে চেতেশ্বর পুজারা যোগ করেন ৪৩ রান। পরে বিশব পান্থ এনে দেন ২৭ রান।
কোহলি ও পুজারার ব্যাট থেকে রান আসলেও বাকি ব্যাটসম্যানরা দলীয় স্কোর রান যোগ করতে পারেননি তেমন। যে কারণে টস জিতে শুরুতে ব্যাটিংয়ে নেমে তৃতীয় টেস্টের প্রথম দিনই ২২৩ রানে গুটিয়ে গেছে সফরকারী ভারত।
প্রোটিয়াদের হয়ে চার উইকেট শিকার করেছেন ক্যাগিসো রাবাদা। আর তিনটি উইকেট নেন মার্কো জানসেন।
দিনের শেষ দিকে ব্যাটিংয়ে নেমে এক উইকেট হারিয়ে ১৭ রান সংগ্রহ করেছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের হয়ে একমাত্র উইকেটটি নিয়েছেন জাসপ্রিত বুমরাহ। তবে স্বাগতিকরা এখনো ২০৬ রানে পিছিয়ে।