ব্যাট হাতে বিপদে টাইগাররা

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-21 05:15:30

ব্যাট হাতে দাপুটে পারফরম্যান্স দেখিয়েছে নিউজিল্যান্ডের টপ অর্ডার ব্যাটসম্যানরা। ব্যাটসম্যানদের ব্যাটিং ঝলকে দেশের ক্রিকেটাররা রান চাপায় পড়তেই ঝড় তুলেছে এবার বোলাররা। স্বাগতিক পেসাররা চেপে ধরেছে টাইগার ব্যাটসম্যানদের। কিউই পেস তোপে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে অতিথিরা। 

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৭ রান তুলতেই ৫ উইকেট হারিয়ে চা বিরতিতে গেছে লাল-সবুজের প্রতিনিধিরা। এখনো ৪৯৪ রানে পিছিয়ে রয়েছে বাংলাদেশ। সাদমান ইসলাম ৭, নাজমুল হাসান শান্ত ৪ ও লিটন দাস ৮ রান নিয়ে ফিরেছেন। মোহাম্মদ নাঈম ও ক্যাপ্টেন মুমিনুল হক শূন্য রানে সাজঘরের পথ ধরেছেন। উইকেটে রয়েছেন এখন নুরুল হাসান সোহান ও ইয়াসির আলী। 

নিউজিল্যান্ডের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন টিম সাউদি ও ট্রেন্ট বোল্ট।

দুরন্ত ব্যাটিং করে যাচ্ছিলেন ক্যাপ্টেন টম লাথাম। ডাবল সেঞ্চুরিকে ট্রিপল সেঞ্চুরিতে রূপ দিতে যাচ্ছিলেন। কিন্তু তার সেই আশা পূর্ণ হয়নি। তারকা এ কিউই ওপেনারকে ক্রিজ থেকে বিদায় করেছেন মুমিনুল হক। 

ফেরার আগে ৩৭৩ বলে ৩৪ বাউন্ডারি ও ২ ছক্কায় ২৫২ রানের অনন্য এক ক্রিকেটীয় ইনিংস খেলেছেন লাথাম। তাতেই ৬ উইকেটে ৫২১ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করেছে নিউজিল্যান্ড। 

প্রথম দিন থেকেই দুরন্ত ব্যাটিং করে যাচ্ছেন টম লাথাম। ক্যারিয়ারের ১২তম টেস্ট শতক হাঁকিয়ে এগিয়ে ছিলেন ডাবল সেঞ্চুরির পথে। দ্বিতীয় দিনে এসে টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় দ্বিশতকটা ঠিকই ছুঁয়ে ফেলেন এ তারকা কিউই ওপেনার। সঙ্গে তার দল নিউজিল্যান্ড পৌঁছে গেছে রান পাহাড়ে।

ফিফটি হাঁকিয়ে টম ব্লান্ডেল থেকে যান অপরাজিত। ৬০ বলে আট বাউন্ডারিতে খেলেন ৫৭* রানের দুরন্ত এক ইনিংস। ২৮ রান করে এবাদত হোসেনের বলে শরিফুল ইসলামের হাতে ক্যাচ তুলে দিয়ে ফেরেন বিদায়ী টেস্ট খেলা রস টেলর। হেনরি নিকোলসকে শূন্য রানে ফিরিয়ে দিয়েছেন এবাদত হোসেন।

প্রথম দিনের দাপুটে ব্যাটিং ফর্মটা দ্বিতীয় দিনও নিয়ে আসেন ভেভন কনওয়ে। দুরন্ত ব্যাটিংয়ে টেস্টে তৃতীয় শতক হাঁকান ওয়ানডাউনে নামা তারকা এ ব্যাটসম্যান। তবে খুব বেশি দূর আগাতে পারেননি।

১৬৬ বলে ১২ বাউন্ডারি ও ১ ছক্কায় ১০৯ রান নিয়ে সাজঘরে ফিরে গেছেন টপ অর্ডার ব্যাটসম্যান কনওয়ে। তাকে রান আউট করেছেন মেহেদী হাসান মিরাজ। তার আগে এবাদত হোসেনের ওভারে দ্বিতীয় দিনের প্রথম বলেই চার মেরে জাদুকরী তিন অঙ্ক ছুঁয়ে ফেলেন কনওয়ে। 

বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন শরিফুল ইসলাম ও এবাদত হোসেন। বাকি উইকেটটি যায় মুমিনুল হকের পকেটে। দ্বিতীয় দিনে ১৭২ রান দিয়ে টাইগাররা পায় ৫ উইকেট। অথচ প্রথম দিন তারা পেয়েছিল মাত্র এক উইকেট। 

প্রথম ইনিংসে এক উইকেটে ৩৪৯ রান নিয়ে ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলা শুরু করে নিউজিল্যান্ড। টম লাথাম দিনের খেলা শুরু করেন ১৮৬ রান নিয়ে। আর কনওয়ে ব্যাটিংয়ে নামেন ৯৯ রান নিয়ে।

এ সম্পর্কিত আরও খবর