সামনে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। নিউজিল্যান্ড সিরিজ শেষেই মাঠে গড়াবে দেশের জাকজমক পূর্ণ এ টি-টোয়েন্টি টুর্নামেন্ট। এবারের আসরে ফরচুন বরিশাল একের পর এক তারকা ক্রিকেটার দলে ভেড়াতে শুরু করেছে। বরিশালে মিলতে বসেছে যেন তারা হাট। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে তো আগেই দলে টেনেছে তারা।
এবার তাদের দলে নাম লেখালেন ডোয়াইন ব্রাভো। আজ শনিবার, ৮ জানুয়ারি খবরটি নিশ্চিত করেছে বরিশাল। আসলে ব্রাভোকে কিনেছে তারা দানুস্কা গুনাথিলাকার বদলে। আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ত সূচি থাকায় বিপিএলে খেলছেন না তিনি। এই লঙ্কান ক্রিকেটার ছাড়পত্র না পাওয়ায় ব্রাভোকে দলে নিয়েছে বরিশাল।
বরিশালের হয়ে মাঠ কাঁপাতে আসছেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ফেরিওয়ালা ক্রিস গেইল। সঙ্গে থাকছেন আফগান স্পিনার মুজিব উর রহমান। গেইল ও ব্রাভোর স্বদেশি আলজেরি জোসেফও আলোকিত করেছেন দলটি।
টি-টোয়েন্টি টুর্নামেন্টের ঘরোয়া আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) সপ্তম আসর মাঠে গড়াবে ২১ জানুয়ারি। ফাইনাল দিয়ে আসরে পর্দা নামবে ১৮ ফেব্রুয়ারি। তিন ভেন্যু ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে হবে সব মিলিয়ে ৩৪টি ম্যাচ।