জয়ের জন্য সেরাটাই খেলব আমরা: তাসকিন

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-28 11:12:23

সামনে আরও একটি লড়াই। ক্রিকেট ময়দানের লড়াইটা লাল বলের। তবে আগের চেয়ে আরও বেশি আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামবে টাইগাররা। হোক না ম্যাচ নিউজিল্যান্ডের মাটিতে। ক্রাইস্টচার্চের সবুজ ঘাসের আবরণে ঢাকা পিজে। দুর্বার পারফরম্যান্সে প্রথম টেস্ট জিতে দুই টেস্টের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে এখন বাংলাদেশ। আগের খারাপ খেলার ভয় আর আতঙ্কটা কেটে গেছে। এসেছে সোনার হরিণ নামক ঐতিহাসিক জয়।

যে কারণে দ্বিতীয় ও শেষ টেস্ট জয়ের স্বপ্ন দেখাটা এখন স্বাভাবিক। লাল-সবুজের প্রতিনিধিরা সেই স্বপ্ন থেকে দূরে নয়। টাইগার কোচ রাসেল ডমিঙ্গো সিরিজ জয়ের স্বপ্ন বুনে চলেছেন। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে অকপটে সেটা স্বীকারও করে নিয়েছেন। তার শিষ্য তাসকিন আহমেদও বাদ পড়ছেন না। তারকা এ পেসারের চোখে আরও একটি টেস্ট জয়ের রঙিন স্বপ্ন। সিরিজ ট্রফি নিয়ে দেশে ফেরাই ক্রিকেটারদের এখন পরিকল্পনা। নিজেদের উজাড় করে দিতে সেই মাফিক রণকৌশলও সাজাচ্ছেন তারা।

ম্যাচের আগে আজ শনিবার, ৮ জানুয়ারি টাইগার পেসার তাসকিন আহমেদ জানান, মাঠে লড়তে মানসিকভাবে বেশ ভালোভাবেই প্রস্তুতি পুরো দল। সুদূর নিউজিল্যান্ড থেকে পাঠানো এক ভিডিও বার্তায় তাসকিন চোখ রাখলেন জয়ে, ‘কালকে আমাদের আরও একটি টেস্ট ম্যাচ শুরু হবে। সব মিলিয়ে সবার মানসিকতা ও প্রস্তুতি ভালো অবস্থানে রয়েছে। আমরা আমাদের সেরাটাই খেলব, জয়ের জন্যই খেলব। আপনারা সবাই সাপোর্ট করবেন, দোয়া করবেন যাতে সেরাটা দিয়ে ভালো খেলা উপহার দিতে পারি।’

বাজে আবহাওয়ার মধ্যেও ভালো ফলই প্রত্যাশা করছেন তাসকিন, ‘গতকাল বৃষ্টির জন্য আমাদের ট্রেনিং সেশনটি হয়নি। তবে আমরা ভালো জিম সেশন করেছি। আজকের ট্রেনিংটা ভালো ছিল। আবহাওয়া একটু আলাদা। ঠাণ্ডাটা একটু বেশি, বাতাসটা একটু স্ট্রং। তবে আজকে ট্রেনিংয়ে আমরা যতটুকু পেরেছি এডজাস্ট করেছি আল্লাহর রহমতে। এখন আমরা আশাবাদী।’

দীর্ঘ ২১ বছরের অপেক্ষার পর নিউজিল্যান্ডের মাটিতে ধরা দিয়েছে ঐতিহাসিক জয়। ৩৩তম ম্যাচে কেটেছে জয় খরা। দশম টেস্টে দূর হয়েছে সফরকারীদের দুর্ভাগ্য। নিউজিল্যান্ডকে হারিয়ে আত্মবিশ্বাসটা বাড়িয়ে নিয়েছে তারুণ্য নির্ভর বাংলাদেশ। তাই তো ফুরফুরে মেজাজে থাকা লাল-সবুজের প্রতিনিধিদের লক্ষ্য এবার সিরিজ জয়।

সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে ক্রাইস্টচার্চে নিজেদের শেষ সময়ের জন্য ঝালিয়ে নিয়েছেন অতিথিরা। মাঠের লড়াই শুরু হবে আগামীকাল রোববার, ৯ জানুয়ারি ভোর ৪টায়।

এ সম্পর্কিত আরও খবর