জোহানেসবার্গে দারুণ ব্যাটিং করলেন ডিন এলগার। ব্যাটিং ঝলকে উপহার দেন নব্বই পেরিয়ে যাওয়া অসাধারণ এক ক্রিকেটীয় ইনিংস। তবে চার রানের আক্ষেপ নিয়ে ফিরেছেন প্রোটিয়া ক্যাপ্টেন।
দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনে ডিন এলগার সেঞ্চুরি থেকে বঞ্চিত হলেও তার দল দক্ষিণ আফ্রিকা ঠিকই জয় তুলে নিয়েছে। সফরকারী ভারতকে ৭ উইকেটে উড়িয়ে দিয়ে তিন ম্যাচের টেস্ট সিরিজে ১-১ এ সমতা আনল স্বাগতিকরা।
২৪০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে তিন উইকেট হারিয়ে দ্বিতীয় ইনিংসে ২৪৩ তুলে ম্যাচ নিজেদের করে নেয় দক্ষিণ আফ্রিকা। ১৮৮ বলে ১০ বাউন্ডারিতে ৯৬* রানের হার না মানা দুরন্ত এক ইনিংস খেলেন ম্যাচসেরা এলগার। রসি ফন ডার ডুসেন এনে দেন ৪০ রান।
ভারতের হয়ে একটি করে উইকেট নেন রবীচন্দ্রন অশ্বিন, শার্দুল ঠাকুর ও মোহাম্মদ শামি।
তার আগে দ্বিতীয় ইনিংসে ২ উইকেট হারিয়ে ১১৮ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে দক্ষিণ আফ্রিকা।
ভারতের প্রথম ইনিংসের ২০২ রানের জবাবে দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে সংগ্রহ করে ২২৯ রান। ফিরতি ইনিংসে ভারতীয়রা ২৬৬ তুললে প্রোটিয়াদের জয়ের লক্ষ্য দাঁড়ায় ২৪০ রান। যেতা খুব সহজেই টপকে যায় তারা একদিন হাতে রেখে।