সেঞ্চুরিটা পেয়েছেন আগের দিনই। দুরন্ত ব্যাটিংয়ে সেই শতককে ক্যারিয়ারের প্রথম দ্বিশতকে রূপ দিয়েছেন মোহাম্মদ মিঠুন। তার ব্যাটিং পার্টনার শুভাগত হোম চৌধুরীও আদায় করে নিলেন টানা দ্বিতীয় সেঞ্চুরি।
বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ফাইনালে আজ মঙ্গলবার, ৪ জানুয়ারি ৪৩৮ রানে থেমে গেছে মধ্যাঞ্চলের প্রথম ইনিংস। দক্ষিণাঞ্চলের ৩৮৭ রানের পুঁজি টপকে ৫১ রানের লিড নিয়েছে মধ্যাঞ্চল।
তৃতীয় দিনের শেষ দিকে ব্যাটিংয়ে নেমে দক্ষিণাঞ্চল ১ উইকেট হারিয়ে সংগ্রহ করেছে ৪৩ রান। এখনো ৮ রানে পিছিয়ে তারা।
মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে মিঠুন প্রথম শ্রেণির ক্যারিয়ারে প্রথমবারের মতো দ্বিশতকের স্বাদ পেলেন। অসাধারণ ব্যাটিং দৃঢ়তায় ৩ ছক্কা ও ২৭ চারে ২০৬ রানের ইনিংস খেলেন।
শুভাগত হোম সাজঘরে ফেরেন ১২ বাউন্ডারিতে ১১৬ রান। মিঠুনের সঙ্গে পঞ্চম উইকেটে গড়েন ২৮৩ রানের জুটি। দক্ষিণাঞ্চলের বিপক্ষে আগের ম্যাচে খেলেছিলেন ১৫২ রানের চমৎকার এক ইনিংস।
তার আগে ৪ উইকেট হারিয়ে ১৮৪ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে মধ্যাঞ্চল।