জাতীয় অ্যাথলেটিকসে দ্রুততম মানবের খেতাব পেয়েছেন লন্ডন প্রবাসী ইমরানুর রহমান। আর দ্রুততম মানবী হয়েছেন বিকেএসপি’র শিক্ষার্থী সুমাইয়া দেওয়ান।
১০০ মিটার পুরুষ বিভাগে ১০.৩ সেকেন্ড (হ্যান্ড টাইমিং) সময় নিয়ে সেরা হয়েছেন ইমরান। তার ইলেকট্রনিক টাইমিং ১০.৫ সেকেন্ড। এ হিসাবে অবশ্য এটি একটি রেকর্ড। নব্বইয়ের দশকে ১০.৫৪ সেকেন্ডের টাইমিং গড়ে ছিলেন মাহবুব। আগের দ্রুততম মানব ইসমাইল হয়েছে তৃতীয় সেরা।
আগের দ্রুততম মানবী শিরিন আক্তারকে হারিয়ে মেয়েদের ১০০ মিটারে চ্যাম্পিয়ন হয়েছেন সুমাইয়া দেওয়ান। তিনি সেরা হন ১২.২০ সেকেন্ড (হ্যান্ড টাইমিং) ও ১২.৩০ সেকেন্ড (ইলেকট্রনিক টাইমিং) সময় নিয়ে। আর শিরিন দৌড় শেষ করেন ১২.৩৬ সেকেন্ডে (ইলেকট্রনিক টাইমিং)।