নতুন বছরে নতুন শুরুর স্বপ্নে বিভোর মুমিনুলরা

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-28 01:41:54

বিদায়ের পথে ২০২১ সাল। আগমনী বার্তা দিয়ে যাচ্ছে নতুন বছর, ২০২২। সময় বলছে নিউজিল্যান্ডে থাকা টাইগাররা ইতিমধ্যে নতুন বর্ষকে বরণ করে ফেলেছেন। কেননা সময়ের দিক থেকে বাংলাদেশ থেকে ৭ ঘণ্টা এগিয়ে নিউজিল্যান্ড। মুমিনুল হকদের সামনে আনন্দ উল্লাসে মেতে উঠার সুযোগ নেই বললেই চলে। কেননা রাত পোহালেই যে লাল বলের লড়াই। সাদা জার্সিতে লাল-সবুজের প্রতিনিধিদের অগ্নি পরীক্ষা নিতে প্রস্তুত টেস্টে বিশ্ব চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড।

তবে পুরনো বছরকে ভুলে নতুন বছরকে ঘিরে নতুন আশার আলো দেখছেন মুমিনুল হক। এজন্য শুরুটা ভালো করতে চান, যাতে বাকি সময়টাও ভালো কাটে। নতুন করে শুরু করতে চান টাইগাররা। নতুন বছর নিয়ে রোমাঞ্চিত টাইগারদের টেস্ট অধিনায়ক বলেন, ‘নতুন বছর নিয়ে রোমাঞ্চিত। আগে কী হয়েছে এসব নিয়ে চিন্তা না করে সামনের বছর কীভাবে ভালো করে শুরু করা যায় এটা নিয়ে চিন্তা-ভাবনা করছি। আসলেই আমি খুব এক্সাইটেড। শুরু ভালো হলে বাকিটাও ভালো যায়।’

গত কয়েক বছরে সীমিত ওভারের ক্রিকেটে বাংলাদেশের পারফরম্যান্সটা ঈর্ষণীয়। তবে ক্রিকেটের দীর্ঘতম সংস্করণে লক্ষ্যটা পূরণ হচ্ছে না কিছুতেই। ২০২১ সালে ৭ টেস্ট খেলে দেশের ছেলেরা হার মেনেছে পাঁচটিতেই। জয় ধরা দিয়েছে মাত্র এক ম্যাচে। সে আবার জিম্বাবুয়ে সফরে। ২০২২ সালে কি পুরনো চিত্রনাট্য পাল্টে যাবে? আমূল পরিবর্তন নয় অধিনায়কের ভাবনা ছোট ছোট পরিকল্পনা করে লক্ষ্যে পৌঁছানো।

তবে পারফরম্যান্স ভালো না হলেও ইতিবাচক থাকতে চান মুমিনুল, ‘নতুন বছরে ভালো শুরুর কথা আমি সবসময়ই বলব। এই বছর যদি খারাপও যায়, দশ নম্বর হই, পরের বছর অধিনায়ক থাকলে আবারও আমি একই কথা বলব। আমি কখনই খারাপ চিন্তা করব না, ভালো চিন্তাই করব। খারাপ হলেও ভালো চিন্তা করব।’

২০২২ সাল এখন মাথায় নেই। মুমিনুলের ভাবনায় কেবল নিউজিল্যান্ড সিরিজ। ভুল থেকে শিক্ষা নিয়ে কঠিন কন্ডিশনে শত্রুকে মোকাবেলার করার কৌশল নিয়েই ব্যস্ত দেশের ক্রিকেটাররা, ‘আপাতত ২০২২ নিয়ে এত চিন্তা করছি না। এই সিরিজে কতটা ভালো খেলতে পারি এটা নিয়েই চিন্তা করছি। এক বছর টেস্টে কেমন করবেন এসব ভাবা খুব কঠিন। সামনে কঠিন সব কন্ডিশনে খেলব। ছোট ছোট লক্ষ্য তৈরি করে এগিয়ে যাওয়াই ভালো। বাংলাদেশকে ভালো অবস্থানে নিতে চাই। ভুলগুলো থেকে বের হয়ে ভালো খেলতে চাই।’

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অধীনে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে মাঠে গড়াচ্ছে আগামীকাল শনিবার ১ জানুয়ারি। বাংলাদেশ সময় ভোর ৪টায় শুরু প্রথম টেস্ট। মাউন্ট মাউঙ্গানুইয়ে নিউজিল্যান্ডকে মোকাবেলা করবে লাল-সবুজের প্রতিনিধিরা।

এ সম্পর্কিত আরও খবর