নিউজিল্যান্ডে অতীত নিয়ে ভাবছে না বাংলাদেশ

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-19 17:49:05

টাইগারদের নিউজিল্যান্ড সফরের অভিজ্ঞতা মোটেই সুখকর নয়। দ্বিপাক্ষিক সিরিজ খেলতে যতবারই কিউইদের দেশে পাড়ি জমিয়েছেন দেশের ক্রিকেটাররা, ততবারই খালি হাতে ফিরেছেন। ক্রিকেটের তিন সংস্করণে ৩২ ম্যাচ খেললেও নিউজিল্যান্ডের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে জয়টা এখনো অধরাই রয়ে গেছে। সবগুলো ম্যাচই জিতে নিয়েছে ব্ল্যাক ক্যাপস শিবির। আর ৯বারের লাল-বলের লড়াইয়ে মুমিনুল হকরা রীতিমতো নাস্তানাবুদ হয়ে ফিরেছেন।

এবার জয় খরা কাটিয়ে উঠার পালা। ইতিহাসটা নতুন করে লেখার মিশন। নতুন সেই চ্যালেঞ্জ সামনে রেখে সেই বাজে স্মৃতি রোন্থন করতে চাইছেন না ক্যাপ্টেন মুমিনুল হক। আজ শুক্রবার, ৩১ ডিসেম্বর মাঠের লড়াই শুরুর আগে সংবাদ সম্মেলনে মুমিনুল বলেন, ‘আগের রেকর্ড অতীত হয়ে গেছে, এটা নিয়ে ঘাটাঘাটি করে কোনো লাভ হবে না। ভবিষ্যৎ নিয়ে চিন্তা-ভাবনা ভালো। সবসময় আশাব্যঞ্জক ও ইতিবাচক চিন্তা করা উচিত।’

চ্যালেঞ্জিং এই সফরে আশাবাদী মুমিনুল, ‘নিউজিল্যান্ডে অবশ্যই অনেক বেশি চ্যালেঞ্জ থাকবে। আগে থেকেই যদি নেতিবাচক চিন্তা করেন তাহলে ভালো ফলাফল আসবে না। যত চ্যালেঞ্জ থাকুক, আশাবাদী থাকা গুরুত্বপূর্ণ।’

নিউজিল্যান্ডের মাটিতে একটি জয় অবশ্য ধরা দিয়েছিল বাংলাদেশের হাতে। তবে জয়টা এসেছিল স্কটল্যান্ডের বিপক্ষে ২০১৫ ওয়ানডে বিশ্বকাপে। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে সব ম্যাচই হেরেছে লাল-সবুজের জার্সিধারীরা। নিউজিল্যান্ডের মাটিতে দেশের বেশ কয়েক ক্রিকেটারের দুরন্ত পারফরম্যান্স রয়েছে। মুমিনুলের মতে, এখন এক-দুজন ভালো খেললে হবে। ব্যাটিং-বোলিং-ফিল্ডিংয়ে দুর্বার পারফরম্যান্সে গর্জে উঠতে হবে টিম হিসেবে। তবেই নিউজিল্যান্ডে ভাঙবে ডেডলক।

টেস্ট সিরিজে নিউজিল্যান্ডের বিপক্ষে দলীয়ভাবে খেলতে চান মুমিনুল, ‘আমরা যতগুলো টেস্ট জিতেছি তা দলগত পারফরম্যান্সে কারণে। সবাই ভালো না করলে ভালো ফল করা কঠিন। তখন ব্যক্তিগত অর্জন হবে, দলীয় ফলাফল হবে না। আমাদের খেলার যে প্যাটার্ন, তাতে দল হয়ে খেলা খুব জরুরি। তিন ডিপার্টমেন্টেই যেন ভালো করতে পারি।’

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অধীনে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে মাঠে গড়াচ্ছে আগামীকাল শনিবার ১ জানুয়ারি। বাংলাদেশ সময় ভোর ৪টায় শুরু প্রথম টেস্ট। মাউন্ট মাউঙ্গানুইয়ে নিউজিল্যান্ডকে মোকাবেলা করবে লাল-সবুজের প্রতিনিধিরা।

এ সম্পর্কিত আরও খবর