করোনায় আক্রান্ত হলেও এখন ভালো আছেন সৌরভ গাঙ্গুলি। তার শারীরিক অবস্থা স্থিতিশীল। তার চেয়ে বড় কথা, সৌরভের ওমিক্রন রিপোর্ট নেগেটিভ এসেছে।
এখন নিজের ঘরে থেকেই চিকিৎসা নিতে পারবেন ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই সভাপতি। তাই ভারতের সাবেক এ সফলতম অধিনায়ককে আজ বছরের শেষ দিনে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা।
হাসপাতাল সূত্র জানিয়েছে, সৌরভের শারীরিক অবস্থার উন্নতিই হয়েছে। বৃহস্পতিবার স্বাভাবিক খাবার খেয়েছেন। রাতে ভালো ঘুম হয়েছে।
সৌরভ ওমিক্রনে আক্রান্ত কি না তা জানতে জিন পরীক্ষার জন্য নমুনা পাঠানো হয়েছিল। হাসপাতাল সূত্র জানিয়েছে, আজ শুক্রবার, ৩১ ডিসেম্বর তার রিপোর্ট নেগেটিভ এসেছে।
জ্বর হলে করোনা টেস্ট করান। সোমবার, ২৭ ডিসেম্বর প্রথম টেস্টে সৌরভের রিপোর্ট পজিটিভ আসে। পরে নিশ্চিত হওয়ার জন্য করা হয় দ্বিতীয় করোনা টেস্ট। তাতেও ফল পজিটিভ আসে। সৌরভ নিজে করোনায় পজিটিভ হলেও তার পরিবারের অন্য সদস্যরা ভালো আছেন। তার স্ত্রী ডোনা ও কন্যা সানার করোনা রিপোর্ট নেগেটিভ আসে।