সেঞ্চুরিয়ন টেস্ট হারের তেতো স্বাদটা এখনো হজম হয়নি। তার মধ্যে আরও একটি খারাপ খবর পেল দক্ষিণ আফ্রিকা। হঠাৎ করেই লাল বলের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন কুইন্টন ডি কক।
ভারতের বিপক্ষে দ্বিতীয় ও তৃতীয় টেস্টে পিতৃত্বকালীন ছুটিতে থাকার কথা ছিল ডি ককের। কিন্তু সবাইকে চমকে দিয়ে মাত্র ২৯ বছর বয়সেই টেস্ট ক্রিকেটকে বিদায় বলে দিলেন প্রোটিয়া এ তারকা ক্রিকেটার। পরিবারকে সময় দিতেই তার এ সিদ্ধান্ত।
ডি কক বলেন, 'এই সিদ্ধান্ত খুব সহজে আসেনি। ভবিষ্যৎ কেমন হবে এবং সামনের পথচলায় সবচেয়ে প্রাধান্য দেব কোনটি, এসব নিয়ে অনেক ভেবেছি আমি। সাশা (ডি ককের স্ত্রী) ও আমি আমাদের প্রথম সন্তানকে স্বাগত জানানোর অপেক্ষায় আছি এবং এরপরও পরিবার গড়ে তুলতে চাই। পরিবারই আমার কাছে সবকিছু এবং আমাদের জীবনের এই নতুন ও রোমাঞ্চকর সময়ে ওদের সঙ্গে কাটানোর সময় ও সুযোগ চাই আমি।'
ডি ককের বর্ণাঢ্য টেস্ট ক্যারিয়ার অভিযান শেষ হলো মাত্র ৫৪ ম্যাচেই। টেস্টে ৩৮.৮২ গড়ে সংগ্রহ ৩ হাজার ৩০০ রান। তাতে সেঞ্চুরি রয়েছে ছয়টি। উইকেটের পেছনে দাঁড়িয়ে ডিসমিসাল করেছেন ২৩২টি।
টেস্ট ক্রিকেট ছাড়লেও দক্ষিণ আফ্রিকার জার্সি গায়ে সীমিত ওভারের ক্রিকেটে অবশ্য খেলে যাবেন এ উইকেটরক্ষক-ব্যাটসম্যান।