ইতিহাস বলছে। শুরুতে পিছিয়ে পড়ে ইংল্যান্ড কখনো অ্যাশেজ সিরিজ জিততে পারেনি। এবারও রেকর্ড অটুট রাখল অস্ট্রেলিয়া। প্রথম টেস্ট জেতার পুরো সিরিজ নিজেদের করে নিল স্বাগতিকরা। ফলে বাংলাদেশের অনাকাঙ্ক্ষিত এক রেকর্ড স্পর্শ করল ইংলিশরা।
টানা দুই টেস্ট জেতার পর মেলবোর্নে তৃতীয় টেস্টে অস্ট্রেলিয়া জিতল ইনিংস ও ১৪ রানে। তাতেই পাঁচ টেস্টের অ্যাশেজ সিরিজ ৩-০ ব্যবধানে নিশ্চিত করল অজিরা।
এ বছর ১৫টি টেস্ট খেলে ইংলিশরা হারল ৯টিতে। ফলে এক পঞ্জিকাবর্ষে বাংলাদেশের সর্বোচ্চ হারের রেকর্ডে ভাগ বসাল ইংল্যান্ড। টাইগাররা ২০০৩ সালে ৯ টেস্ট খেলে ৯টিতেই হার মেনেছিল।