প্লেয়ার্স ড্রাফট থেকে দল গুছিয়ে নিয়েছে বিপিএলের ছয়টি ফ্র্যাঞ্চাইজি। দেশ-বিদেশের অনেক ক্রিকেটার বাংলাদেশের ঘরোয়া এ টি-টোয়েন্টি আসরে দল পেলেও হতাশ হয়েছেন দুই তারকা ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল ও নাসির হোসেন। দুজনের কেউ দল পানি। কোনো দলই তাদের নিয়ে আগ্রহ দেখায়নি।
লেগ স্পিনারদের মধ্যে কেবল দল পেয়েছেন জুবায়ের হোসেন লিখন। কোনো দলেই জায়গা হয়নি আমিনুল ইসলাম বিপ্লবের।
যুব বিশ্বকাপ জয়ী তরুণ ব্রাটসম্যান তানজিদ হাসান তামিমকেও নিরাশ হতে হয়েছে প্লেয়ার্স ড্রাফট দেখে। সুযোগ বঞ্চিত হয়েছেন পেসার আবু জায়েদ রাহী। ওপেনার সাইফ হাসানকেও যাক পাননি কোনো দলের।
আজ সোমবার, ২৭ ডিসেম্বর রাজধানীর এক অভিজাত হোটেলে হয়ে গেল বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্লেয়ার্স ড্রাফট।