দারুন খেলে যাচ্ছিলেন আবিদ আলী। বাংলাদেশ সফরে ব্যাটিং ঝলক দেখিয়ে গেছেন পাকিস্তানের এ তারকা ওপেনার। চট্টগ্রাম টেস্টে দুর্বার এক সেঞ্চুরির সঙ্গে ছিল তার চমৎকার এক হাফ-সেঞ্চুরি। ঢাকা টেস্টেও ধরে রেখেছিলেন সেই দুরন্ত ব্যাটিং পারফরম্যান্সের ধারা।
তবে হঠাৎ করেই পরিস্থিতি পাল্টে যায়। তার বর্ণিল ক্রিকেট ক্যারিয়ার এখন এলোমেলো হয়ে যাওয়ার পথে। পাকিস্তানের ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট কায়েদে আজম ট্রফিতে খেলা চলাকালে বুকে অস্বস্তি নিয়ে মাঠ ছাড়েন আবিদ আলী। পরীক্ষা-নিরীক্ষার পর দেখা যায়, তার হার্টে সমস্যা দেখা দিয়েছে।
করাচিতে খাইবার পাখতুনখাওয়ার বিপক্ষে ম্যাচে হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভব করেন মধ্য পাঞ্জাবের হয়ে খেলা পাকিস্তানের এ উদ্বোধনী ব্যাটসম্যান। মাঠ ছাড়ার আগে ৬১ রানে অপরাজিত ছিলেন আবিদ। দ্রুতই স্থানীয় এক হাসপাতালে ভর্তি হয় তারকা এ ব্যাটসম্যানকে।
পিসিবি জানিয়েছে, আবিদের হৃদযন্ত্রে জটিলতা ধরা পড়েছে। তার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। আবিদ এ মুহূর্তে একজন হৃদরোগ বিশেষজ্ঞের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন।