চলতি ডিসেম্বরেই সংযুক্ত আরব আমিরাতে বসবে অনূর্ধ্ব-১৯ দলের এশিয়া কাপ। পরে জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজ হবে যুব বিশ্বকাপ। এই দুই টুর্নামেন্টে অংশ নিতে মঙ্গলবার ঢাকা ছেড়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।
সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে দুবাইয়ের ফ্লাইট ধরেছেন যুব টাইগাররা। এশিয়া কাপ শেষে আগামী ১ জানুয়ারি দুবাই থেকে বিশ্বকাপ খেলতে ওয়েস্ট ইন্ডিজে যাবে ক্যাপ্টেন রাকিবুল হাসানের বাহিনী।
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ। শিরোপা ধরে রাখার মিশন নিয়ে মাঠে খেলতে নামবে জুনিয়র টাইগাররা। ১৪ জানুয়ারি শুরু হবে এবারের যুব বিশ্বকাপ। আসর চলবে ৫ ফেব্রুয়ারি।
এই বিশ্বকাপে তুলনামূলক সহজ গ্রুপে পড়েছে বাংলাদেশ দল। গ্রুপ পর্বে লাল-সবুজের প্রতিনিধিদের প্রতিপক্ষ ইংল্যান্ড, কানাডা ও সংযুক্ত আরব আমিরাত।