হাতের আঙুলের ইনজুরি কাটিয়ে অনেক দিনের বিরতি শেষে ব্যাটিং অনুশীলনে ফিরেছেন তামিম ইকবাল। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের ইনডোরে স্পিন বোলিংয়ে ব্যাটিং শুরু করেছেন ওয়ানডে অধিনায়ক।
জানুয়ারির ২০ তারিখ থেকে বিপিএল মাঠে গড়ানোর কথা। তার আগে ৫০ ওভারের বিসিএল দিয়ে ক্রিকেট মাঠে ফেরার পরিকল্পনা করেছেন বাঁহাতি এ ওপেনার। ৯ জানুয়ারি মাঠে গড়ানোর কথা এ টুর্নামেন্ট।
বাংলাদেশের জার্সি গায়ে তামিম সর্বশেষ খেলেন গত জুলাইয়ে জিম্বাবুয়ে সফরে। এরপর হাঁটুর চোট নিয়ে দর্শক হয়ে যান দেশ সেরা এ ওপেনার।
পরে নেপালের এভারেস্ট টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলে হাতের আঙুলে চোট পান।
তারকা পেসার মুস্তাফিজুর রহমানও বিসিএলে মধ্য দিয়ে মাঠের লড়াইয়ে ফিরতে যাচ্ছেন। লক্ষ্যটা সামনে রেখে মিরপুরে অনুশীলন শুরু করেছেন বাঁহাতি এ ফাস্ট বোলার।
পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে সাইড স্ট্রেইন ইনজুরিতে পড়েন মুস্তাফিজ।