জিম্বাবুয়ে থেকে ফিরে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনে আক্রান্ত দুই নারী ক্রিকেটার এখন পুরোপুরি সুস্থ। তাদের কোয়ারেন্টিনও শেষ হওয়ার পথে। করোনা টেস্টে নেগেটিভ রিপোর্ট এলেই ঘরে ফিরতে পারবেন দুজনে। খবরটি নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র ও লাইন ডিরেক্টর (রোগ নিয়ন্ত্রণ) অধ্যাপক ডা. মোহাম্মদ নাজমুল হোসাইন।
আজ রোববার, ১৯ ডিসেম্বর কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের ভার্চুয়াল স্বাস্থ্য বুলেটিনে নাজমুল হোসাইন এ কথা জানান।
আফ্রিকা মহাদেশে করোনাভাইরাসের নতুন ধরন ছড়িয়ে পড়লে নারীদের ওয়ানডে বিশ্বকাপ বাছাই স্থগিত হয়ে যায়। আয়োজক জিম্বাবুয়ে থেকে দীর্ঘ ভ্রমণ শেষে দেশে ফেরে বাংলাদেশের নারী ক্রিকেটাররা। তবে ঢাকায় পা দিয়েই খারাপ খবর পায় নারী ক্রিকেটাররা। দুজনের করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে।
পরে আরও একজন করোনায় আক্রান্ত হন। হবে তিনি ছিলেন ডেল্টা ভ্যারিয়েন্টে পজিটিভ। সতর্কতার অংশ হিসেবে তিনজনকেই হাসপাতালে ভর্তি করা হয়। তাদের নেয়া হয় রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে।