ওয়ার্নারের শতক মিস, সেঞ্চুরির পথে লাবুশানে

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-30 04:11:26

গোলাপি বল হাতে হতাশার একদিন পার করেছে ইংল্যান্ড। অতিথি ইংলিশদের নখদন্তহীন বোলিংয়ের সুযোগ নিয়ে দুরন্ত ব্যাটিং করেছে অস্ট্রেলিয়া। 

ডেভিড ওয়ার্নার ও মারনাস লাবুশানের ব্যাটিং ঝলকে অ্যাডিলেইডে দিবা-রাত্রি টেস্টের প্রথম দিন শেষে ২ উইকেট হারিয়ে ২২১ রান সংগ্রহ করেছে স্বাগতিকরা।

ব্যাটিং তাণ্ডব চালিয়েও পাঁচ রানের আক্ষেপ নিয়ে সাজঘরে ফিরেছেন ডেভিড ওয়ার্নার। বঞ্চিত হয়েছেন সেঞ্চুরি থেকে। ১৬৭ বলে ১১ বাউন্ডারিতে অস্ট্রেলিয়ান এ ওপেনার তুলেন ৯৫ রান।

ওয়ার্নার শতক মিস করলেও জাদুকরী তিন অঙ্ক ছোঁয়ার পথে রয়েছেন মারনাস লাবুশানে। অসাধারণ দৃঢ়তায় ২৭৫ বলে ৭ বাউন্ডারিতে ৯৫* রানের চমৎকার এক ক্রিকেটীয় ইনিংস খেলে এখনো ক্রিজে টিকে আছেন এ টপ অর্ডার ব্যাটসম্যান।

ইংল্যান্ডের হয়ে একটি করে উইকেট নেন বেন স্টোকস ও স্টুয়ার্ট ব্রড। তার আগে অ্যাশেজ সিরিজের দ্বিতীয় টেস্টে টস জিতে ব্যাটিং বেছে নেন করোনা প্রোটোকল মেনে আইসোলেশনে থাকা প্যাট কামিন্সের বদলি অজি ক্যাপ্টেন স্টিভেন স্মিথ।

এ সম্পর্কিত আরও খবর