স্বাধীনতার জন্যই মাশরাফি-সাকিব-তামিমদের পেয়েছে দেশ

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-09-01 13:26:44

যাদের আত্মত্যাগ আর রক্তের বিনিময়ে এসেছে স্বাধীনতা। বিজয় দিবসের সুবর্ণজয়ন্তীতে সেই শহীদ আর বীর মুক্তিযোদ্ধাদের গভীর শ্রদ্ধাভরে স্মরণ করলেন আকরাম খান। বিসিবি'র ক্রিকেট পরিচালনা বিভাগের এ চেয়ারম্যান বলেন স্বাধীনতার জন্যই মাশরাফি বিন মর্তুজা ও সাকিব আল হাসানদের মতো তারকা ক্রিকেটার পেয়েছে বাংলাদেশ।

আকরাম খান বলেন, 'সত্যি বললে ক্রিকেটে আমরা অনেক অর্জন করেছি। বিশ্বে বাংলাদেশকে ভালো ক্রিকেট খেলুড়ে দেশ হিসেবে চেনে। এটা আমাদের জন্য অনেক কিছু। প্রাপ্তির সঙ্গে আরও অনেক কিছু আছে। যাদের কারণে দেশ স্বাধীন হয়েছে তাদের আবারও স্মরণ করছি। ওরা না থাকলে মাশরাফি, আশরাফুল, তামিম, সাকিব, মুশফিক, রিয়াদ, মুস্তাফিজ ওদের মত ভালো খেলোয়াড় পেতাম না। ক্রিকেটে আমরা আস্তে আস্তে এগোচ্ছি। যেভাবে আশা ছিল সেভাবে এগোতে না পারলেও আগের চেয়ে ভালো অবস্থায় আছে। আমার বিশ্বাস ভবিষ্যতে আরও ভালো হবে।’ 

করোনার কারণে দেশের ক্রিকেট খানিকটা পিছিয়ে গেলেও খুব দ্রুত ঘুরে দাঁড়াবে টাইগাররা। আকরাম খানের প্রত্যাশা এখন এমনটাই, 'আমরা চেষ্টা করে যাচ্ছি। আমাদের সময়ে জেলা পর্যায়ে কোনো খেলোয়াড় ভালো করলে খবর পেতাম না। এখন সেই সুযোগ দিয়েছি, প্রত্যেক জেলায় কোচ-নির্বাচক আছে। ইনশাআল্লাহ বাংলাদেশ দল আরও ভালো হবে। আমাদের বয়স অন্য দেশের তুলনায় কম। সেই তুলনায় ঠিক আছে। গত দুই বছর করোনার জন্য যতটা পিছিয়ে পড়েছি, অন্য দেশ এত ক্ষতিগ্রস্ত হয়নি। ইনশাআল্লাহ্‌ আমরা এখান থেকে ঘুরে দাঁড়াব এটা আমার বিশ্বাস।’

এ সম্পর্কিত আরও খবর