করোনায় স্থগিত পাকিস্তান-উইন্ডিজ ওয়ানডে সিরিজ

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-30 09:50:37

পাকিস্তানে প্রথমবার করোনা টেস্টে পজিটিভ হন ওয়েস্ট ইন্ডিজের তিনজন। পরে কোভিড-১৯ এ আক্রান্ত হন ক্যারিবিয়ানদের আরও পাঁচজন। আটজন পজিটিভ হওয়ার পর শঙ্কায় পড়ে গিয়েছিল তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। শেষমেশ শঙ্কাটাই সত্যি হলো। স্থগিত হয়ে গেল সিরিজটি। 

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই) আজ বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর যৌথ বিবৃতি দিয়ে সিরিজ স্থগিতের খবর নিশ্চিত করেছে। আগামী জুনে হবে স্থগিত এ ওয়ানডে সিরিজ।

পাকিস্তান সফরে গিয়ে প্রথমবার করোনা পরীক্ষায় পজিটিভ হন ওয়েস্ট ইন্ডিজের তিন ক্রিকেটার। করোনায় আক্রান্ত হয়ে কাইল মেয়ার্স, রোস্টন চেইস ও শেলডন কটরেল এখন আছেন আইসোলেশনে।

পরে অতিথি দলের আরও পাঁচজন করোনায় আক্রান্ত হন। নতুন করে পজিটিভ হন ক্রিকেটার শাই হোপ, আকিল হোসেন ও জাস্টিন গ্রিভস। তাদের সঙ্গে কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন সহকারী কোচ রডি ইস্টউইক ও দলীয় ফিজিও আকশাই মানসিং।

নতুন করে আক্রান্ত পাঁচ জনকেই দশ দিনের জন্য আইসোলেশনে পাঠানো হয়েছে। 

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষে ১৮ ডিসেম্বর থেকে পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজের মধ্যে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হওয়ার কথা ছিল।

এ সম্পর্কিত আরও খবর