পাকিস্তান সফরে গিয়ে প্রথমবার করোনা পরীক্ষায় পজিটিভ হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের তিন ক্রিকেটার। করোনায় আক্রান্ত হয়ে কাইল মেয়ার্স, রোস্টন চেইস ও শেলডন কটরেল এখন আছেন আইসোলেশনে। পরে পজিটিভের সংখ্যা বেড়ে আটে দাঁড়িয়েছে। ফলে সিরিজ আয়োজন নিয়ে দেখা দিয়েছে আশঙ্কা।
করাচিতে আজ বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি খেলতে নামার আগে ফের খারাপ খবর পেয়েছে ক্যারিবিয়ানরা। অতিথি দলের আরও পাঁচজন করোনায় আক্রান্ত হয়েছেন।
নতুন করে পজিটিভ হয়েছেন ক্রিকেটার শাই হোপ, আকিল হোসেন ও জাস্টিন গ্রিভস। তাদের সঙ্গে কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন সহকারী কোচ রডি ইস্টউইক ও দলীয় ফিজিও আকশাই মানসিং।
নতুন করে আক্রান্ত পাঁচ জনকেই দশ দিনের জন্য আইসোলেশনে পাঠানো হয়েছে। ফলে ওয়ানডে সিরিজে তারা থাকছেন দর্শক হয়ে।
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষে ১৮ ডিসেম্বর থেকে পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজের মধ্যে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।