আইসোলেশনে কামিন্স, নেতৃত্বে ফিরলেন স্মিথ

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-28 02:13:56

প্যাট কামিন্সের নেতৃত্বে প্রথম টেস্টে দুর্বার এক জয় তুলে নিয়েছে অস্ট্রেলিয়া। সুবাদে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের অ্যাশেজ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে অজিরা। 

আজ থেকে শুরু হওয়া দিবা-রাত্রির দ্বিতীয় টেস্টে ক্যাপ্টেন প্যাট কামিন্সকে পায়নি স্বাগতিকরা। যে কারণে অ্যাডিলেইডে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিচ্ছেন সহ-অধিনায়ক স্টিভেন স্মিথ। 

ম্যাচের আগের দিন করোনা পজিটিভ একজনের সংস্পর্শে এসে ছিলেন কামিন্স। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে দলের নতুন অধিনায়ককে সাত দিনের আইসোলেশনে পাঠানো হয়েছে।

বুধবার অ্যাডিলেইডের এক রেস্টুরেন্টে করোনা রোগীর সংস্পর্শে আসলেও কোভিড-১৯ টেস্টে নেগেটিভ রিপোর্ট আসে কামিন্সের। তারপরও দল থেকে আলাদা করেই রাখা হয়েছে তাকে। 

এই সুযোগে ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার মাঠে টেস্টে বল টেম্পারিং কেলেঙ্কারির পর নেতৃত্ব হারানো স্মিথ এই প্রথম দেশকে নেতৃত্ব দিচ্ছেন।

অস্ট্রেলিয়ান টিম ম্যানেজমেন্টের প্রত্যাশা, ২৬ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া বক্সিং ডে টেস্ট থেকে ফের দলের নেতৃত্বে ফিরতে পারবেন কামিন্স।

কামিন্স মাঠের লড়াই থেকে ছিটকে যাওয়ার আগে ইনজুরি দর্শক বানিয়ে দিয়েছে জশ হ্যাজলউডকে। ফলে আজ থেকে মাঠে গড়ানো গোলাপি বলের টেস্টে নেই অস্ট্রেলিয়ার এই দুই টপ পেসার।

কামিন্স না থাকায় ভাগ্য সুপ্রসন্ন হয়েছে মাইকেল নেসারের। অস্ট্রেলিয়ার ৪৬২তম ক্রিকেটার হিসেবে আজ অভিষেক হয়েছে এ অজি অলরাউন্ডারের। 

এ সম্পর্কিত আরও খবর