প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপে খেলবে বাংলাদেশের নারী ক্রিকেটাররা। অভিষেক আসরে অভিষেক ম্যাচটি লাল-সবুজের প্রতিনিধিরা খেলবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।
আগামী বছর ৫ মার্চ ডানেডিনের ইউনিভার্সিটি ওভালে নারী বিশ্বকাপে নিজেদের ইতিহাসের প্রথম ম্যাচটা খেলতে নামবে নিগার সুলতানা জ্যোতির দল। তার আগের দিন উদ্বোধনী ম্যাচে স্বাগতিক নিউজিল্যান্ডকে মোকাবেলা করবে ওয়েস্ট ইন্ডিজ।
৭ মার্চ ডানেডিনে বাংলাদেশ দ্বিতীয় ম্যাচটা খেলবে নিউজিল্যান্ডের বিপক্ষে। ১৪ মার্চ পাকিস্তান, ১৮ মার্চ উইন্ডিজ, ২২ মার্চ ভারত, ২৫ মার্চ অস্ট্রেলিয়া ও ২৭ মার্চ ইংল্যান্ডের বিপক্ষে খেলবে সালমা খাতুনরা।
আগামী বছর নিউজিল্যান্ডে বসবে নারী ওয়ানডে বিশ্বকাপ। তারই সূচি আজ বুধবার, ১৫ ডিসেম্বর জানিয়েছে আইসিসি।
আগামী ৪ মার্চ মাঠে গড়াবে নারী ওয়ানডে বিশ্বকাপ। টুর্নামেন্ট চলবে ৩ এপ্রিল পর্যন্ত।