ক্যারিবিয়ানদের হতাশ করে সিরিজ পাকিস্তানের

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-24 23:28:56

প্রথম টি-টোয়েন্টিতে পাত্তাই পায়নি ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু দ্বিতীয় ম্যাচে এসে লড়াইটা ভালোই জমিয়ে ফেলল। জয়ের খুব কাছাকাছিও চলে গিয়েছিল। কিন্তু লাভ হয়নি। পাকিস্তানের কাছে ৯ রানে হার মেনেছে ক্যারিবিয়ানরা। 

এ নিয়ে টানা দুই জয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-০ ব্যবধানে নিশ্চিত করল স্বাগতিকরা। প্রথম ম্যাচ পাকিস্তান জিতেছিল ৬৩ রানে।

করাচির ন্যাশনাল স্টেডিয়ামে টস জিতে শুরুতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৭২ রানের লড়াকু পুঁজি গড়ে পাকিস্তান।

ওপেনার মোহাম্মদ রিজওয়ান দলের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ ৩৮ রান সংগ্রহ করেন। সঙ্গে ইফতিখার আহমেদ ৩২ ও হায়দার আলী ৩১ রান যোগ করেন দলীয় স্কোরে। ২৮* রানের ঝড়ো ইনিংস খেলে অপরাজিত থেকে যান ম্যাচ সেরা শাদাব খান। সফরকারীদের হয়ে দুটি উইকেট পান ওডিন স্মিথ।

লক্ষ্য তাড়া করতে নেমে ব্র্যান্ডন কিং ফিফটি হাঁকালেও তীরে এসে তরী ডুবিয়ে দেয় উইন্ডিজ শিবির। অতিথিরা গুটিয়ে যায় ১৬৩ রানে।

কিং'র ব্যাট থেকে আসে ৬৭ রান। রোমারিও শেফার্ড ৩৫* রানে অজেয় থেকে যান। আর ২৬ রান এনে দেন নিকোলাস পুরান।

পাকিস্তানের হয়ে তিনটি উইকেট শিকার করেন শাহীন শাহ আফ্রিদি। দুটি উইকেট নেন মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ওয়াসিম ও হারিস রউফ। ব্যাটিংয়ের পর বল হাতেও নৈপুণ্য দেখান শাদাব। চার ওভার বল করে ২২ রান খরচ করেন তিনি। তবে কোনো উইকেট পাননি।

এ সম্পর্কিত আরও খবর