বিপিএলে সাকিব-তামিমদের সম্মানী ৭০ লাখ টাকা!

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-25 20:25:34

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসরে সম্মানী বেড়ে যাচ্ছে দেশের সিনিয়র ক্রিকেটারদের। ‘এ’ ক্যাটাগরিতে থাকা সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিমরা আগে পরিশ্রমিক পেতেন ৫০ লাখ টাকা। এবার পাবেন ৭০ লাখ টাকা। 

এবার ক্রিকেটারদের ছয়টি ক্যাটাগরিতে ভাগ করা হচ্ছে। ‘বি’ ক্যাটাগরির ক্রিকেটাররা পাবেন ২৫ লাখের বদলে ৪০ লাখ টাকা। ‘সি’ ক্যাটাগরির খেলোয়াড়দের পারিশ্রমিক ১৮ লাখ থেকে বেড়ে হচ্ছে ২৫ লাখ টাকা।

আর ‘ডি’ ক্যাটাগরি ১৮, ‘ই’ ক্যাটাগরি ১২ ও ‘এফ’ ক্যাটাগরির ক্রিকেটারদের সম্মানী হবে ৫ লাখ টাকা। 

আটটি ফ্র্যাঞ্চাইজি দল পেতে দরপত্র জমা দিয়েছে। বিসিবি তার মধ্য থেকে ছয়টি দল চূড়ান্ত করেছে। তবে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। 

বিসিবি'র সূত্রের বলছে, এবার বিপিএলে থাকবে না রাজশাহী ও রংপুর। কুমিল্লা, চট্টগ্রাম, বরিশালের আর খুলনার ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত। সঙ্গে সুযোগ পাচ্ছে সিলেট ও ঢাকা।

বিপিএলের নতুন আসর মাঠে গড়াতে পারে আগামী বছরের ২০ জানুয়ারি। 

এ সম্পর্কিত আরও খবর