ঘরের মাঠে দাপুটে এক জয় ছিনিয়ে নিয়েছে পাকিস্তান। প্রথম টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে ৬৩ রানের বড় ব্যবধানে হারিয়েছে ক্যাপ্টেন বাবর আজমের দল।
দুর্বার এ জয়ে ক্যারিবিয়ানদের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল পাকিস্তান।
চলতি বছর পাকিস্তানের এটি ১৮তম জয়। টি-টোয়েন্টি ক্রিকেটে এক বছরে সবচেয়ে বেশি ম্যাচ জয়ের রেকর্ড এটি। ২০১৮ সালে ১৭ ম্যাচ জয়ের আগের রেকর্ডটি গড়ে ছিল পাকিস্তানই।
করাচি স্টেডিয়ামে টস হেরে শুরুতে ব্যাটিংয়ে নেমে ওপেনার মোহাম্মদ রিজওয়ান ও হায়দার আলীর ফিফটিতে নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ২০০ রানের পুঁজি গড়ে স্বাগতিক পাকিস্তান।
রিজওয়ান ৫২ বলে ১০ বাউন্ডারিতে খেলেন ৭৮ রানের অসাধারণ এক ইনিংস। ম্যাচসেরা হায়দার আলী ৩৯ বলে ৬ বাউন্ডারি ও ৪ ছক্কায় ৬৮ রানের চমৎকার এক ক্রিকেটীয় ইনিংস খেলেন। ৩০* রানে অপরাজিত থেকে যান মোহাম্মদ নওয়াজ।
জবাবে মোহাম্মদ ওয়াসিম চারটি ও শাদাব খান তিন উইকেট তুলে নিলে ১৯ ওভারে অতিথি ওয়েস্ট ইন্ডিজ গুটিয়ে যায় ১৩৭ রানে। শাই হোপ ৩১, অডিন স্মিথ ২৪, রভম্যান পাওয়েল ২৩ ও রোমারিও শেফার্ড ২১ রান যোগ করেন দলীয় স্কোরে।