ব্রিসবেন টেস্টে অস্ট্রেলিয়ার কাছে ৯ উইকেটের বড় ব্যবধানে হার মেনেছে ইংল্যান্ড। হেরে হতাশ ইংলিশদের সঙ্গী হয়েছে আরও একটি খারাপ খবর। আর্থিক জরিমানা গুনেছে অতিথি ক্রিকেটাররা। স্লো ওভার রেটের কারণে শতভাগ ম্যাচ ফি খুইয়েছে জো রুটরা।
নির্ধারিত সময়ের পরে পাঁচ ওভার বল করেছে ইংল্যান্ড। নিয়ম অনুযায়ী স্লো ওভার রেটের জন্য প্রতি ওভারের জন্য ক্রিকেটারদের ম্যাচ ফির ২০ শতাংশ করে জরিমানা করা হয়। আর টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রতি স্লো ওভার রেটের জন্য এক পয়েন্ট কেটে নেওয়া। ফলে আর্থিক জরিমানার সঙ্গে পাঁচ পয়েন্ট কেটে নেওয়া হয়েছে ইংলিশদের।
ম্যাচ রেফারি ডেভিড বুনের শাস্তি মেনে নিয়েছেন ইংলিশ অধিনায়ক জো রুট। যে কারণে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।
বেন স্টোকসের বলে আউট হয়ে অশ্লীল ভাষা ব্যবহার করেন সেঞ্চুরিয়ান ট্রাভিস হেড। এ অপরাধে ম্যাচ ফি’র ১৫ শতাংশ জরিমানা হয়েছে তার। একটি ডিমেরিট পয়েন্টও যোগ হয়েছে হেডের নামের পাশে। ২৪ মাসে যা তার প্রথম। অপরাধ স্বীকার করে নেন হেড। ফলে কোনো শুনানির প্রয়োজন পড়েনি।