জো রট ও ডেভ মালানের ব্যাটিং লড়াইটা অস্ট্রেলিয়া থামিয়ে দিল চতুর্থ দিনের শুরুতে। দুজনের বিদায়ের পর ইংল্যান্ডের বাকি ব্যাটসম্যানরা দ্রুতই ফিরে যান সাজঘরে। সুবাদে ব্রিসবেন টেস্ট ৯ উইকেটের বড় ব্যবধানে অস্ট্রেলিয়া।
এক দিন হাতে রেখেই ম্যাচ নিজেদের করে নিয়েছে অস্ট্রেলিয়া।এ জয়ে পাঁচ ম্যাচের অ্যাশেজ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকরা।
দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ২২০ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে ইংল্যান্ড। কিন্তু জো রুটের দল অলআউট হয় ২৯৭ রানে। মালান ৮০ ও রুট ৮৬ রান নিয়ে শুরুতে ব্যাট হাতে নামেন। কিন্তু রুট ব্যক্তিগত স্কোরে যোগ করেন তিন রান। আর মালান পান দুটি রান।
এতে ইংল্যান্ড লিড পায় মাত্র ১৯ রানের। জয়ের জন্য ২০ রানের লক্ষ্যটা অস্ট্রেলিয়া ছুঁয়ে ফেলে মাত্র এক উইকেট হারিয়ে।
অস্ট্রেলিয়ার হয়ে চার উইকেট শিকার করেছেন নাথান লায়ন। দুটি করে উইকেট নেন প্যাট কামিন্স ও ক্যামেরন গ্রীন।
প্রথম ইনিংসে ভালো করতে পারেনি ইংল্যান্ড। ১৪৭ রানে অল আউট হয় তারা। জবাবে ট্রাভিস হেডের সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস থামে ৪২৫ রানে।