টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো বাংলাদেশ সফরে দায়িত্ব নিয়ে খেলে দাপুটে পারফরম্যান্স উপহার দিয়েছে পাকিস্তানের ক্রিকেটাররা। যার সুফল মিলেছে টি-টোয়েন্টি ও টেস্ট সিরিজে। দুই সিরিজেই অতিথিরা হোয়াইটওয়াশ করেছে টাইগারদের। তাই তো দল নিয়ে দারুণ গর্বিত পাকিস্তান ক্যাপ্টেন বাবর আজম।
দল নিয়ে বাবর বলেন, 'আত্মবিশ্বাস জোগালে, ওদের ভূমিকা পরিষ্কার করে দিলে এবং দল হিসেবে নিজেদের মেলে ধরার চেষ্টা করতে থাকলে ফল মেলে। টি-টোয়েন্টি বিশ্বকাপে, এখানে টি-টোয়েন্টি সিরিজে ও টেস্ট সিরিজে যেভাবে ছেলেরা সাড়া দিয়েছে এবং দায়িত্ব নিয়েছে, আমার মতে, এসব ব্যাপারই দলকে এগিয়ে নিয়ে যায়। অধিনায়ক হিসেবে আমি বেশ গর্বিত যে আমার এরকম একটি দল আছে। যেভাবে আমরা দুটি সিরিজই জিতলাম, আজকে টেস্ট ম্যচে যেভাবে জয় এলো, তা ছিল অসাধারণ।'
প্রথম ইনিংসে বাংলাদেশর ৮ উইকেট একাই ফেলে দেন সাজিদ খান। দ্বিতীয় ইনিংসে নেন ৪ উইকেট। ১২ উইকেট নিয়ে পাকিস্তানের জয়ে অগ্রণী ভূমিকা ভূমিকা রাখেন এ স্পিনার। তাই তো সাজিদের প্রশংসায় পঞ্চমুখ বাবর, ‘আমরা দুটি সিরিজই জিতেছি। আজ যেভাবে টেস্ট জিতেছি সেটা দারুণ ছিল। আমার মনে হয়েছে ম্যাচ ঘুরিয়ে দেওয়ার মুহূর্ত ছিল সাজিদের ওই স্পেলটি। এরপর আজ সকালে এসে ফাস্ট বোলাররা যেভাবে উইকেট নিয়েছে সেটার প্রশংসা যতই করি কম হবে। যখন আপনি জয়ের পেছনে ছুটবেন, তখন ফল আপনার হাতে এসে ধরা দেবে। আমি সবাইকে এই বার্তাই দিয়েছি নিজের মতো করে খেলতে। কিন্তু ইতিবাচক মানসিকতা নিয়ে খেলতে হবে।’
বাংলাদেশি সমর্থকদের ভালোবাসায় মুগ্ধ বাবর, ‘দর্শকটা আমাদের টি-টোয়েন্টিতে ও টেস্ট ম্যাচে যেভাবে সমর্থন করেছে, সেটা খুবই উপভোগ্য ছিল। এখানে আগেও ক্রিকেট খেলেছি। এখানকার লোকজন আমাদের খুবই ভালোবাসে, সমর্থন করে। সে জন্য সবাইকে ধন্যবাদ।’