শুরু থেকে দাপুটে বোলিং করে বাংলাদেশ। মেহেদী হাসান ও শরিফুল ইসলামদের দুরন্ত বোলিংয়ে টাইগাররা চাপে ফেলে ক্যারিবিয়ানদের। তবে শেষ দিকে নিকোলাস পুরান ও কাইরন পোলার্ডের ছক্কার ঝড়ে রান কিছুটা বেড়েছে। তারপরও ওয়েস্ট ইন্ডিজকে ১৪২ রানে আটকে দিয়েছে বাংলাদেশ।
ব্যক্তিগত সর্বোচ্চ ৪০ রানের ইনিংস খেলেন নিকোলাস পুরান। ২২ বলের ইনিংসটি সাজান তিনি ১ বাউন্ডারি ও ৪ ছক্কায়। সঙ্গে অভিষিক্ত রোস্টন চেজ ৩৯। তার ৪৬ বলের ইনিংসে ছিল ২ বাউন্ডারি।
১৮ বলে ১৪* রান করে অপরাজিত থেকে যান কাইরন পোলার্ড। আর শেষ দিকে ৫ বলে ১৫* রানের হার না মানা ঝড়ো এক ইনিংস খেলেন জেসন হোল্ডার।
শেষ দিকে টানা দুই বলে দুই উইকেট নেন শরিফুল ইসলাম। ফেরান রোস্টন চেজ ও নিকোলাস পুরান। কিন্তু লাভ হয়নি। নির্ধারিত ২০ ওভারে উইন্ডিজ ৭ উইকেট হারিয়ে গড়ে ১৪২ রানের পুঁজি।
বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট নেন মেহেদী হাসান, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।
তার আগে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের তৃতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টস জিতে বোলিং বেছে নেয় বাংলাদেশ।