অনেক দিন ধরেই রানের দেখা পাচ্ছিলেন না ডেভিড ওয়ার্নার। অবশেষে দীর্ঘ বিরতি শেষে হাসল তার ব্যাট। পেলেন দাপুটে এক ফিফটি। তার ব্যাটিং নৈপুণ্যে শ্রীলঙ্কাকে ৭ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। দাপুটে জয়টা এসেছে ১৮ বল হাতে রেখেই।
এ নিয়ে বিশ্বকাপের মূল পর্বে টানা দুই ম্যাচ জিতল অস্ট্রেলিয়া। প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারায় অজিরা।
ওপেনার ওয়ার্নার ৪২ বলে ১০ বাউন্ডারিতে ৬৫ রানের দুর্বার এক ইনিংস খেলেন। তার ওপেনিং পার্টনার দলীয় স্কোরে যোগ করেন ৩৭ রান। ব্যাট কথা বলেছে স্টিভেন স্মিথের হাতের ব্যাটও। সাবেক এ ক্যাপ্টেন পেয়েছেন ২৮* রানের হার না মানা ইনিংস। ১৬* রানে অপরাজিত থেকে স্মিথকে সঙ্গ দিয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন মার্কাস স্টয়নিস।
১৭ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৫৫ রান তুলে ফেলে অস্ট্রেলিয়া। লঙ্কানদের হয়ে দুটি উইকেট নেন ওয়ানিন্দু হাসারাঙা। অজিদের বাকি উইকেটটি নেন দাসুন শনাকা।
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ের শুরুটা ভালো হয়নি। কিন্তু তারপরও অস্ট্রেলিয়ার সামনে জয়ের জন্য ১৫৫ রানের লক্ষ্য ছুঁড়ে দেয় শ্রীলঙ্কা। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৫৪ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। কুশল পেরেরা ৩৫, চারিথ আসালাঙ্কা ৩৫, ভানুকা রাজাপাকসে ৩৩ ও দাসুষ শনাকা ১২ রান যোগ করেন দলীয় স্কোরে।
অস্ট্রেলিয়ার হয়ে দুটি করে উইকেট নেন মিচেল স্টার্ক, প্যাট কামিন্স ও ম্যাচসেরা অ্যাডাম জাম্পা।