শিশিরকে মাশরাফির ছোট ভাইয়ের কড়া জবাব

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-09-01 23:56:48

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের সেমি-ফাইনালের স্বপ্ন প্রায় শেষ। যেকারণে মাহমুদউল্লাহ রিয়াদ-মুশফিকুর রহিম-লিটন দাসদের সমালোচনা হচ্ছে এখন। শ্রীলঙ্কা ও ইংল্যান্ডের কাছে হারের পর তা আরও বেড়ে গেছে। কথার লড়াইয়ে বিসিবি প্রধান নাজমুল হাসান পাপনের পর যোগ দিয়েছেন মাশরাফি বিন মর্তুজাও।

কিন্তু লাল-সবুজের প্রতিনিধিদের ব্যর্থতায় সমালোচনা হওয়াটা মেনে নিতে পারছেন না সাকিব আল হাসানের স্ত্রী উম্মে আহমেদ শিশির। ২০১৯ বিশ্বকাপে বাংলাদেশের হারের স্মৃতি স্মরণ করিয়ে দিয়ে মাশরাফি-তামিম-সৌম্যদের খোঁচা দেন শিশির। ব্যাপারটা ভালো লাগেনি মাশরাফি বিন মর্তুজার ছোট ভাই মুরসালিন বিন মর্তুজার। শিশিরকে কড়া জবাব দিয়েছেন তিনি।

ফেসবুক স্ট্যাটাসে মুরসালিন লিখেন, ‘আমি একটা বিষয় নিয়ে কথা বলার আগে আমাকে জানতে হবে যে, সেই বিষয় নিয়ে কথা বলার মত জ্ঞান আমার আছে কি না। হাত ঠেলার অভ্যাস সবারই থাকে কিন্তু, নিজের জ্ঞানের পরিসীমা বুঝে কথা বলার অভ্যাস সবার থাকে না।’

২০১৯ বিশ্বকাপে মাশরাফি বিন মর্তুজার নেতৃাধীন তৎকালীন টাইগার টিমের হারের প্রসঙ্গ টেনে এনে দিয়েছেন ফেসবুক পোস্ট। শিশির প্রশ্ন রাখেন তখন কেন ভারত, পাকিস্তান, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের বিপক্ষে জিততে পারেনি বাংলাদেশ। খোঁচা মারেন ওই বিশ্বকাপের মাশরাফিসহ দলের পেসারদের ও তামিম ইকবাল-সৌম্য সরকারের উদ্বোধনী জুটিকে।

শিশির ফেসবুক স্ট্যাটাসে লিখেন, ‘আমরা ২০১৯ বিশ্বকাপ নিয়ে একটু কথা বলতে পারি। আমি অবাক হচ্ছি আমরা ভারত, পাকিস্তান, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের মতো বড় দলগুলোর বিপক্ষে কেন জিততে পারিনি যখন আমাদের গতির তারকারা এবং কথিত সেরা উদ্বোধনী জুটি ছিল! কী ভুল হয়েছিল ওই ম্যাচগুলোতে কৌতূহলী মন জানতে চায়? আমি যদি সেই ভুলগুলো নিয়ে আলোচনা করার জন্য তখন কিছু টকশো করতাম তাহলে আজ আমাদের এই ব্যর্থতা দেখতে হতো না।’

শিশিরের এই ফেসবুক পোস্ট নিয়ে দেশের ক্রিকেটাঙ্গনে চলছে এখন আলোচনা। ক্রিকেট মাঠের বাইরের উত্তাপ একটু বেড়েই গেল বোধ হয়!

এ সম্পর্কিত আরও খবর