শুক্রবার, ২৯ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে ওয়েস্ট ইন্ডিজ। টানা দুই ম্যাচ হারায় দুদলের জন্যই জয়ে ফেরার মিশন এটি। গুরুত্বপূর্ণ এ ম্যাচের আগে বিশ্বকাপে ক্যারিবিয়ান দলে জায়গা করে নিয়েছেন জেসন হোল্ডার।
আইসিসি জানিয়েছে, ইনজুরি নিয়ে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন বাঁ-হাতি পেসার ওবেড ম্যাককয়। তার বদলে সাবেক অধিনায়ক হোল্ডারকে মূল দলে নিয়েছে উইন্ডিজ। স্ট্যান্ডবাই হিসেবে অবশ্য আগে থেকেই দলের সঙ্গেই আছেন তারকা অলরাউন্ডার হোল্ডার।
ম্যাককয় পায়ের চোট নিয়ে ছিটকে গেছেন দল থেকে। ২৪ বছর বয়সী এই পেসারের ইনজুরি নিয়ে বিস্তারিত আর কিছু জানা যায়নি। ইংল্যান্ড ম্যাচ খেললেও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলেননি ম্যাককয়।