টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের জাত চেনাল নামিবিয়া। জানিয়ে দিলো বিশ্ব দরবারে নিজেদের মেলে ধরতে প্রস্তুত তারা।
সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে দিল নামিবিয়া। জয়টা এসেছে ৫ বল হাতে রেখে।
১৯.১ ওভারে ৬ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্য টপকে ১১৫ রান সংগ্রহ করে নামিবিয়া। জোনাথন ৩২*, ক্রেইগ উইলিয়ামস ২৩, মাইকেল ফন লিনজেন ১৮ ও ডেভিড উইয়েসে ১৬ রান করেন।
স্কটিশদের হয়ে দুটি উইকেট নিয়েছেন মাইকেল লিস্ক।
ম্যাচের শুরু থেকেই দাপুটে বোলিং করল নামিবিয়া। প্রথম ওভারেই রুবেন ট্রাম্পেলম্যান ফেলে দেন স্কটিশদের তিন উইকেট। আগুনে বোলিংয়ের সেই ধারণাটা অব্যাহত রাখল ইনিংসের শেষ পর্যন্ত।
নামিবিয়ার দুরন্ত বোলিংয়ে স্কটল্যান্ড ৮ উইকেটে গুটিয়ে গেছে ১০৯ রানে।
আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে শুরুতে ব্যাটিংয়ে নেমে মাইকেল লিস্ক ৪৪ ও ক্রিস গ্রেভস সংগ্রহ করেন ২৫ রান। আর ওপেনার ম্যাথু ক্রস করেন ১৯ রান।
নামিবিয়ার হয়ে ম্যাচসেরা রুবেন ট্রাম্পেলম্যান তিনটি উইকেট শিকার করেন। দুটি উইকেট পান জান ফ্রাইলিঙ্ক।