বর্ণবাদ ইস্যুতে বিশ্বকাপে অনিশ্চিত ডি কক!

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-31 23:27:16

অস্ট্রেলিয়ার কাছে হেরে সুপার টুয়েলভ শুরু করেছিল দক্ষিণ আফ্রিকা। তবে আজ ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে প্রথম জয়ের দেখা পেয়েছে প্রোটিয়ারা। 

কিন্তু ৮ উইকেটে জয়ের ম্যাচে মাঠে ছিলেন না কুইন্টন ডি কক। টস হওয়ার আগ মুহূর্তে একাদশ থেকে নিজেকে প্রত্যাহার করেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান কুইন্টন ডি কক। 

তাকে ছাড়া খেলেও ব্যাট-বলের অলরাউন্ড নৈপুণ্যে জয় ছিনিয়ে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। শোনা যাচ্ছে, ডি ককের না খেলার নেপথ্যে রয়েছে বর্ণবাদ ইস্যু।

ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের সঙ্গে সংহতি প্রকাশ করে হাঁটু গেড়ে বর্ণবাদবিরোধী আন্দোলনে অংশ নিয়েছেন প্রোটিয়া ক্রিকেটাররা। কিন্তু এতে অংশ নিতে চাননি ডি কক। তার সঙ্গে হাঁটু গেড়ে 'ব্ল্যাক লাইভস ম্যাটার' আন্দোলনে সমর্থন জানাননি কোচিং স্টাফের কয়েকজন সদস্যও। 

দক্ষিণ আফ্রিকা ক্রিকেট জানিয়েছে, ব্যক্তিগত কারণ দেখিয়ে ম্যাচ থেকে নিজের নাম প্রত্যাহার করেন তিনি। এটা তার না খেলার আসল কারণ কিনা সেটা অবশ্য জানা যায়নি।

শুধু এই ম্যাচ নাকি বিশ্বকাপের বাকি অংশ থেকেও নিজেকে সরিয়ে নিয়েছেন ডি কক। তা অবশ্য এখনো জানা যায়নি। গুঞ্জন রটেছে, এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে আর নাও খেলতে পারেন ডি কক। 

এ সম্পর্কিত আরও খবর