শ্রীলঙ্কার বিপক্ষে হেরে সবে সুপার টুয়েলভ শুরু করল বাংলাদেশ। টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে গ্রুপ ওয়ানে টাইগারদের খেলবে আরও চারটি ম্যাচ। আগামী বুধবার, ২৭ অক্টোবর আবুধাবিতে লাল-সবুজের প্রতিনিধিরা লড়বে ইংল্যান্ডের বিপক্ষে।
সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে মাঠে নামার আগে দুবাইতে আজ সোমবার, ২৫ অক্টোবর নিজেদের হোটেলবন্দি থাকছেন মাহমুদউল্লাহ রিয়াদরা। আজ কোনো অনুশীলন করবেন না সাকিব-মুশফিকরা।
বাংলাদেশের পরের ম্যাচ আবুধাবিতে। কিন্তু টাইগাররা রয়ে গেছেন দুবাইতে। ক্রিকেটাররা ঘাঁটি গেড়েছে ব্যস্ত শহর দুবাইয়ের ফেস্টিভাল সিটির ক্রাউন প্লাজা হোটেলে।
টিম ম্যানেজমেন্ট সূত্র জানিয়েছে- হোটেলে বিশ্রামেই সময় কাটবে টাইগারদের। ইংল্যান্ড ম্যাচের প্রস্তুতির আগে রিকোভারি রেস্টে রয়েছেন ক্রিকেটাররা।
আগামীকাল মঙ্গলবার, ২৬ অক্টোবর অনুশীলনে নিজেদের ঝালিয়ে নিতে আবুধাবি সফরে যাবে ক্রিকেটাররা। শেখ জায়েদ স্টেডিয়ামে হবে কোচ রাসেল ডমিঙ্গোর শিষ্যদের ওয়ার্ম-আপ।
অনুশীলন সেশন শেষে ১৩৮ কিলোমিটার পথ পাড়ি দিয়ে আবুধাবি থেকে দুবাইস্থ টিম হোটেলেই ফিরবে বাংলাদেশ দল। অবশ্য এই জার্নির জন্য সময় লাগবে মাত্র দেড় ঘণ্টা।