ইনিংসের প্রথম ওভারেই শ্রীলঙ্কান ব্যাটিং লাইন-আপে আঘাত হেনেছেন নাসুম আহমেদ। তারকা এ টাইগার স্পিনার ফেলে দিয়েছেন ওপেনার কুশল পেরেরার (১) উইকেট।
পরে জোড়া উইকেট নেন সাকিব আল হাসান। ফিরিয়ে দেন পাথুম নিসানকা (২৪) ও আভিশকা ফার্নান্ডোকে (০)। ওয়ানিন্দু হাসারাঙাকে আউট করেছেন মোহাম্মদ সাইফউদ্দিন।
সেই ধাক্কা সামলে উঠতে না পেরে শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা ৯.৪ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ৭৯ রান সংগ্রহ করেছে। ব্যাটিংয়ে রয়েছেন চারিথ আসালাঙ্কা (৪৫*)।
নাঈম-মুশফিকের অর্ধ-শতকের ওপর ভর করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে বাংলাদেশের পুঁজি দাঁড়িয়েছে ১৭১ রান।