মাঠে গড়িয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্ব। মাঠে লড়লো অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। জয়ের হাসি নিয়ে মাঠ ছাড়ল অস্ট্রেলিয়া। আর শুরুতেই হারের হতাশা সঙ্গী করল আফ্রিকার দলটি। বিশ্বকাপ মিশন জয়ে শুরু করল অস্ট্রেলিয়া। দক্ষিণ আফ্রিকাকে ৫ উইকেটে হারিয়ে দিয়েছে তারা। জয়টা ধরা দিল ২ বল হাতে রেখেই।
তবে লক্ষ্য তাড়া করতে নেমে ব্যাটিংয়ের শুরুটা ভালো হয়নি অস্ট্রেলিয়ারও। ৩৮ রানে হারিয়ে ফেলে তারা ৩ উইকেট। বিদায় নেন ওপেনার ডেভিড ওয়ার্নার (১৪), অ্যারোন ফিঞ্চ (০) ও মিচেল মার্শ (১১)। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে ম্যাচ ঠিকই বের করে নিয়েছে অজিরা। দলীয় ৮০ রানে প্রোটিয়ারা বোলিংয়ে অবশ্য একটা ধাক্কা দিয়েছিল। এক রানের ব্যবধানে স্টিভেন স্মিথ ও গ্লেন ম্যাক্সওয়েলকে (১৮) ফেলে দিয়ে। কিন্তু তাতে কোনো লাভ হয়নি। দুজনে মিলে চতুর্থ উইকেটে এনে দেন ৪২ রান।
আবুধাবীর শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে কাজের কাজ আগেই করে রাখেন স্টিভেন স্মিথ। লক্ষ্যটা ছোট হওয়ায় ৩৫ রানের ইনিংসে দলের জয়ের ভিতটা গড়ে দিয়ে তিনি ফেরেন সাজঘরে। পরে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেওয়ার বাকি কাজটা সারেন মার্কাস স্টয়নিস (২৪*) ও ম্যাথু ওয়েড (১৫*)। ষষ্ঠ উইকেটে দুজনের ৪০* রানের হার না মানা পার্টনারশিপে জয়ের দেখা পেয়ে যায় অস্ট্রেলিয়ানরা। ১৯.৪ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্য টপকে ১২১ রান তুলে ফেলে ক্যাপ্টেন অ্যারোন ফিঞ্চের দল। প্রোটিয়াদের হয়ে দুটি উইকেট নেন আনরিচ নর্টজে। তার সঙ্গে একটি করে উইকেট পান ক্যাগিসো রাবাদা, কেশব মহারাজ ও তাবরাইজ শামসি।
তার আগে বৈশ্বিক এ ক্রিকেট আসরের মূল পর্বে টস হেরে শুরুতে ব্যাটিংয়ে নেমে সুবিধা করে উঠতে পারেনি দক্ষিণ আফ্রিকা। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ১১৮ রানে গুটিয়ে যায় প্রোটিয়ারা। ব্যাটিং বিপর্যয় সামাল দিতে না পেরে দলীয় ৪৬ রান তুলতেই ৪ উইকেট হারিয়ে ফেলে দক্ষিণ আফ্রিকা। মাঝে খানিকটা বিরতি দিলেও দলীয় ৯৮ রানে খুইয়ে ফেলে ৮ উইকেট।
দক্ষিণ আফ্রিকার হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ ৪০ রানের দাপুটে এক ইনিংস খেলেন এইডেন মার্করাম। ৩৬ বলের দুরন্ত ইনিংসটি সাজান তিনি ৩ বাউন্ডারি ও ১ ছক্কায়।
মার্করামের এই ইনিংসের পরও প্রোটিয়াদের দলীয় স্কোর গুটিয়ে যেতে পারত ১০০ রানের নিচে। কিন্তু শেষ দিকে ক্যাগিসো রাবাদা ১৯* রানের হার না মানা কার্যকরী অথচ ছোট্ট ইনিংসটি খেলেন। তাতেই একশ রান পেরিয়ে যায় আফ্রিকানদের দলীয় স্কোর।
তার আগে ডেভিড মিলার ১৬, হেইনরিখ ক্লাসেন ১৩ ও ওপেনার টেম্বা বাভুমা ১২ রান যোগ করেন দলীয় স্কোরে।অস্ট্রেলিয়ার হয়ে দুটি করে উইকেট নেন মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড ও অ্যাডাম জাম্পা। ১৯ রান দিয়ে দুই উইকেট নিয়ে ম্যাচসেরা হন হ্যাজলউড।