সুপার টুয়েলভের মিশন নিয়ে আমিরাতে টাইগাররা

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-22 00:43:39

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্ব শেষ। ওমানে বাছাই পর্ব খেলে গ্রুপ ‘বি’ রানার-আপ হয়ে সুপার টুয়েলভে নিজেদের নাম লিখেছে বাংলাদেশ।

এবার বৈশ্বিক এ ক্রিকেট আসরের মূল পর্বে খেলার পালা। টুর্নামেন্টের সাবেক চ্যাম্পিয়নসহ বিশ্বের সেরা দলগুলোর লড়াই এবার সংযুক্ত আরব আমিরাতে।

নতুন এ মিশনকে সামনে রেখে খুশিমনে ওমান থেকে সংযুক্ত আরব আমিরাতে পৌঁছেছে মাহমুদউল্লাহ রিয়াদের দল। মূল বিশ্বকাপের ম্যাচ খেলতে শুক্রবার বিকেলে দুবাইয়ে পা রেখেছে টাইগাররা।

মূল পর্বে মাহমুদউল্লাহ রিয়াদের দল খেলবে গ্রুপ 'ওয়ান' এ। এ পর্বে টাইগারদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। এ গ্রুপের অন্য প্রতিপক্ষ সাবেক চ্যাম্পিয়ন ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কা।

২৪ অক্টোবর সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচ দেশের ছেলেরা খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে। ২৭ অক্টোবর মাঠে গড়াবে বাংলাদেশ-ইংল্যান্ড লড়াই। 

২৯ অক্টোবর বাংলাদেশ লড়বে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ২ নভেম্বর মাঠের লড়াইয়ে টাইগারদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা 

৪ নভেম্বর অস্ট্রেলিয়া ম্যাচ দিয়ে মূল পর্ব শেষ করবে লাল-সবুজের প্রতিনিধিরা। 

এ সম্পর্কিত আরও খবর