বিসিবি’র সবাইও মানুষ, দল ও দেশের জন্য বলেছি: পাপন

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-07-24 20:15:47

ওয়ার্ম-আপ ম্যাচে শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডের পর বিশ্বকাপের মঞ্চে স্কটল্যান্ডের কাছেও হারে টাইগাররা। এই হারটা ঠিক মেনে নিতে পারেননি নাজমুল হাসান পাপন। বিসিবি সভাপতি অ্যাপ্রোচ নিয়ে রীতিমতো কাঠগড়ায় তুলেন সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদকে।

পাপুয়া নিউগিনিকে হারিয়ে টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ মনের ভিতরের কষ্টটা উগড়ে দেন। জানান, ‘আমরা মানুষ, আমরাও ভুল করি।’ তার এই কথাগুলো ছিল মূলত বিসিবি প্রধানের সমালোচনার জবাব।

এক সাক্ষাৎকারে পাল্টা জবাব দিয়ে পাপন বলেন, বিসিবি’তে যারা কাজ করেন তারাও মানুষ, ‘আমার মনে হয় তার ও দলের বাকিদের একটা ব্যাপার বোঝা উচিত। যেটা সে বলল, তারা মানুষ কিন্তু একই সঙ্গে দলের সমর্থকদের সবাইও মানুষ আর বিসিবিতে যারা আছে তারাও। এখানে ব্যক্তিগতভাবে নেওয়ার কিছু নেই। কারণ আমরা যাই বলি না কেন দল ও দেশের জন্য বলেছি। কোনো ব্যক্তির বিরুদ্ধে না।’

পাপন জানান, ক্রিকেটারদের প্রতিশ্রুতি নিয়ে প্রশ্ন তিনি তুলেননি। আর রিয়াদের বক্তব্য তার কাছে কেবল আবেগী কথা।

বিসিবি সভাপতি বলেন, ‘দুইটা জিনিস আমি বুঝতে পারছি না। যেটা ও বলল, তাদের কমিটমেন্ট নিয়ে প্রশ্ন তোলায় খারাপ লেগেছে। আমার মনে হয় না কেউ তাদের কমিটমেন্ট নিয়ে প্রশ্ন তুলেছে। আমি একবারের জন্যও তাদের কমিটমেন্ট নিয়ে প্রশ্ন তুলিনি। দ্বিতীয় ব্যাপার হচ্ছে সে বলেছে আমি তাদের অপমান করেছি। আমার মনে হয় এটা শুধু আবেগী কথা।’

আগের মন্তব্য থেকে এক পাও নড়বেন না পাপন। এ নিয়ে তিনি বলেন, ‘আমি এখনো আমার কথায় ঠিক আছি যে আমি খুশি না তাদের অ্যাপ্রোচ ও প্রথম ম্যাচের পরিকল্পনা নিয়ে।’

এ সম্পর্কিত আরও খবর