বিশ্বকাপের সুপার টুয়েলভের সূচি

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-31 17:45:03

গ্রুপপর্বের বাধা ডেঙিয়ে চারটি দল টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে যোগ দিয়েছে। যেখানে আগে থেকেই ছিল র‌্যাঙ্কিংয়ের শীর্ষ আট দল। বাছাই পর্বের মতো এ পর্বেও রয়েছে দুটি গ্রুপ। যেখানে প্রতি গ্রুপে ছয়টি করে দল লড়বে সেমি-ফাইনালের টিকিট ছিনিয়ে নেওয়ার জন্য।

গ্রুপ-১ : বাংলাদেশ, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কা।

গ্রুপ-২ : ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড, আফগানিস্তান, স্কটল্যান্ড ও নামিবিয়া।

সুপার টুয়েলভের সূচি

তারিখ সময় ম্যাচ ভেন্যু
২৩ অক্টোবর  

বিকেল ৪টা

অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা আবুধাবি
২৩ অক্টোবর

রাত ৮টা

ইংল্যান্ড- ওয়েস্ট ইন্ডিজ দুবাই
২৪ অক্টোবর

বিকেল ৪টা

বাংলাদেশ-শ্রীলঙ্কা  শারজাহ
২৪ অক্টোবর

রাত ৮টা

ভারত-পাকিস্তান      দুবাই
২৫ অক্টোবর রাত ৮টা আফগানিস্তান-স্কটল্যান্ড

শারজাহ  

২৬ অক্টোবর

বিকেল ৪টা

দক্ষিণ আফ্রিকা-ওয়েস্ট ইন্ডিজ দুবাই
২৬ অক্টোবর

রাত ৮টা

পাকিস্তান-নিউজিল্যান্ড           

শারজাহ  

২৭ অক্টোবর

বিকেল ৪টা

বাংলাদেশ-ইংল্যান্ড আবুধাবি
২৭ অক্টোবর

রাত ৮টা

স্কটল্যান্ড-নামিবিয়া  আবুধাবি
২৮ অক্টোবর

বিকেল ৪টা

অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কা  দুবাই         
 ২৯ অক্টোবর  

বিকেল ৪টা

 বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ  শারজাহ
 ২৯ অক্টোবর  রাত ৮টা  পাকিস্তান-আফগানিস্তান  দুবাই
 ৩০ অক্টোবর  বিকেল ৪টা  দক্ষিণ আফ্রিকা- শ্রীলঙ্কা   শারজাহ
 ৩০ অক্টোবর  রাত ৮টা  অস্ট্রেলিয়া-ইংল্যান্ড   দুবাই
 ৩১ অক্টোবর  বিকেল ৪টা  আফগানিস্তান-নামিবিয়া   আবুধাবি
 ৩১ অক্টোবর  রাত ৮টা  ভারত-নিউজিল্যান্ড  দুবাই
 ১ নভেম্বর   রাত ৮টা  ইংল্যান্ড-শ্রীলঙ্কা  শারজাহ
 ২ নভেম্বর  বিকেল ৪টা  বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা  আবুধাবি
 ২ নভেম্বর   রাত ৮টা  পাকিস্তান-নামিবিয়া  আবুধাবি
 ৩ নভেম্বর  বিকেল ৪টা  নিউজিল্যান্ড-স্কটল্যান্ড      দুবাই 
 ৩ নভেম্বর           রাত ৮টা  ভারত-আফগানিস্তান         আবুধাবি
 ৪ নভেম্বর  বিকেল ৪টা  বাংলাদেশ-অস্ট্রেলিয়া  দুবাই
 ৪ নভেম্বর  রাত ৮টা  ওয়েস্ট ইন্ডিজ-শ্রীলঙ্কা  আবুধাবি
 ৫ নভেম্বর  বিকেল ৪টা  নিউজিল্যান্ড-নামিবিয়া  শারজাহ
 ৫ নভেম্বর  রাত ৮টা  ভারত-স্কটল্যান্ড  দুবাই
 ৬ নভেম্বর          বিকেল ৪টা  অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ  আবুধাবি
 ৬ নভেম্বর  রাত ৮টা  ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা   শারজাহ
 ৭ নভেম্বর  বিকেল ৪টা  নিউজিল্যান্ড-আফগানিস্তান  আবুধাবি
 ৭ নভেম্বর  বিকেল ৪টা  পাকিস্তান-স্কটল্যান্ড   শারজাহ
 ৮ নভেম্বর  রাত ৮টা  ভারত-নামিবিয়া  দুবাই

এ সম্পর্কিত আরও খবর