ইতিহাস গড়ে সুপার টুয়েলভে নামিবিয়া

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-27 02:14:48

গ্রুপ পর্বের শেষ ম্যাচে এসে অঘটনের শিকার হয়েছে আয়ারল্যান্ড। আইরিশদের ৮ উইকেটে উড়িয়ে দিয়ে প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ বা মূল পর্বের টিকিট কাটল নামিবিয়া।

নামিবিয়ার জয়ে এক ম্যাচ হাতে রেখেই ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে মূল পর্বে পৌঁছে গেছে শ্রীলঙ্কা। নামিবিয়া খেলবে ‘এ’ গ্রুপ রানার-আপ হিসেবে।

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে শুরুতে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২৫ রানের পুঁজি গড়ে আয়ারল্যান্ড। ওপেনার পল স্টারলিং ৩৮, কেভিন ও’ব্রিয়েন ২৫ ও অ্যান্ডি বালবার্নি ২১ এনে দেন। নামিবিয়ার হয়ে তিনটি উইকেট নেন জান ফ্রাইলিঙ্ক। দুটি উইকেট পান ডেভিড উইয়েসে। 

জবাবে ১৮.৩ ওভারে ২ উইকেট হারিয়ে ১২৬ রান তুলে জয়ের বন্দরে পৌঁছে যায় নামিবিয়া। হার না মানা ৫৩* রানের দুরন্ত এক ফিফটি হাঁকান জারহার্ড এরাসমাস। ম্যাচসেরা উইয়েসে অপরাজিত থেকে যান ২৮* রানে। তাদের সঙ্গে ২৪ রান যোগ করেন ২৪ রান।

আইরিশদের হয়ে দুটি উইকেটই পান কার্টিস ক্যাম্পার।

এ সম্পর্কিত আরও খবর