ভারত-পাকিস্তান মহারণ ‘ফাইনালের আগে ফাইনাল’

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-09-01 16:53:50

দ্বিপাক্ষিক সিরিজ তো বন্ধ সেই কবে থেকে। যে কারণে বৈশ্বিক আসর ছাড়া ভারত ও পাকিস্তানের হাইভোল্টেজ ক্রিকেট লড়াই উপভোগের সুযোগ মেলে না। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে মিলছে সে সুযোগ। চিরবৈরী দুই প্রতিবেশীর ক্রিকেট লড়াই মাঠে গড়ানোর আগেই উত্তাপ ছড়িয়েছে মাঠের বাইরে। তার আঁচ লেগেছে ইনজামাম-উল-হককে। পাকিস্তানের সাবেক এ অধিনায়ক স্নায়ুচাপে ভরা শ্বাসরুদ্ধকর এ মহারণকে দেখছেন ফাইনালের আগে ফাইনাল হিসেবে।

নিজের ইউটিউব চ্যানেলে মহাগুরুত্বপূর্ণ এ ম্যাচ নিয়ে ইনজামাম বলেন, ‘গ্রুপ পর্বে ভারত ও পাকিস্তান ম্যাচ ফাইনালের আগে আরেকটি ফাইনাল। অন্য কোনো ম্যাচ এমন উন্মাদনা তৈরি করতে পারে না। এমনকি ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত-পাকিস্তানের যাত্রা শুরু হয়েছিল তাদের মুখোমুখি লড়াই দিয়ে, শেষটাও হয়েছিল এই দুই দলের ম্যাচ দিয়ে। দুটি ম্যাচকেই মনে হয়েছিল ফাইনালের মতো। এই ম্যাচে যে দল জিতবে, তারা মানসিকভাবে অনেক চাঙা থাকবে।’

এবারের বিশ্বকাপে ফেভারিটদের তালিকায় ভারতকে ওপরের দিকেই রাখছেন ইনজামাম। শুধু তাই নয় বিরাট কোহলির দলকে শিরোপার বড় দাবিদার বলেই মনে করেন এ ক্রিকেট লিজেন্ড, ‘কোনো টুর্নামেন্টে নির্দিষ্ট করে বলা যায় না, কোন দল জিতবে। তবে কোন দলের জেতার কতটা সম্ভাবনা আছে, সেটা ধারণা করা যায়। আমার মতে, এই টুর্নামেন্টে অন্য যে কোনো দলের চেয়ে ভারতের চ্যাম্পিয়ন হওয়ার বেশি সম্ভাবনা আছে, বিশেষ করে এমন কন্ডিশনে। তাদের দলে অভিজ্ঞ টি-টোয়েন্টি খেলোয়াড় আছে।’

ইনজামামের দৃষ্টিতে সংযুক্ত আরব আমিরাতের কন্ডিশনে সবচেয়ে বিপজ্জনক দল ভারত, ‘অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারত তাদের প্রস্তুতি ম্যাচটি সহজেই জিতেছে। ১৫৫ (১৫৩) রান তাড়া করতে নেমে বিরাট কোহলির ব্যাটিং তাদের প্রয়োজনই হয়নি। এই ধরনের উপমহাদেশীয় পিচে, ভারত বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর টি-টোয়েন্টি দল।’

দুবাইয়ে আগামী রোববার, ২৪ আগস্ট টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচেই মুখোমুখি হবে দল ভারত ও পাকিস্তান।

এ সম্পর্কিত আরও খবর