দাপুটে পারফরম্যান্সের ধারা অব্যাহত রাখল স্কটল্যান্ড।টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্বের শেষ ম্যাচেও জয় ছিনিয়ে নিল তারা। স্বাগতিক ওমানকে উড়িয়ে দিল ৮ উইকেটে। এবং সেটা ১৮ বল হাতে রেখে।
এ নিয়ে টানা তিন জয়ে ছয় পয়েন্ট নিয়ে 'বি' গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার টুয়েলভে পা রখল অজেয় স্কটিশরা। টি-টোয়েন্টি ক্রিকেটের এ বৈশ্বিক আসরের মূল পর্বে গ্রুপ 'টু' তে খেলবে ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড ও আফগানিস্তানের বিপক্ষে। গ্রুপের অন্য প্রতিপক্ষ এখনো ঠিক হয়নি।
তিন ম্যাচে চার পয়েন্ট নিয়ে 'বি' গ্রুপ রানার-আপ হয়ে বিশ্বকাপের পরের রাউন্ডে বাংলাদেশ খেলবে গ্রুপ 'ওয়ান' এ। এ পর্বে টাইগারদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। এ গ্রুপের অন্য প্রতিপক্ষ এখনো ঠিক হয়নি।
ওমানের আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১২২ সংগ্রহ ওমান।
ওপেনার আকিব ইলিয়াস ৩৭, ক্যাপ্টেন জিশান মাকসুদ ৩৪ ও মোহাম্মদ নাদিম ২৫ রান এনে দেন ওমানকে।
স্কটল্যান্ডের হয়ে ম্যাচ সেরা জশ ড্যাভি তিনটি উইকেট নেন। দুটি করে উইকেট পান সাফিয়ান শরীফ ও মাইকেল লিস্ক।
জবাবে ১৭ ওভার শেষে দুই উইকেট হারিয়ে জয়ের লক্ষ্য ১২৩ রান তুলে ফেলে স্কটল্যান্ড। কাইল কোয়েটজার ৪১ ও রিচি বেরিংটন ৩১*, ম্যাথু ক্রস ২৬* ও জর্জ মুনশী ২০ রান সংগ্রহ করেন।
ওমানের হয়ে একটি করে উইকেট নেন ফায়াজ বাট ও খাওয়ার আলী।