টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্বে 'বি' গ্রুপে নিজেদের শেষ ম্যাচে পাপুয়া নিউগিনির বিপক্ষে টস জিতে ব্যাটিং বেছে নিয়েছে বাংলাদেশ। এ নিয়ে বৈশ্বিক আসরে টানা তিন ম্যাচে টস জিতল টাইগাররা। এর আগে ওমান ও স্কটল্যান্ডের বিপক্ষে টস ভাগ্য সহায় হয়েছিল ক্যাপ্টেন মাহমুদউল্লাহ রিয়াদের।
এ ম্যাচে একাদশে কোনো পরিবর্তন আনেনি বাংলাদেশ। ওমানের বিপক্ষে জেতা দল নিয়েই ব্যাটিংয়ে নামছে সাকিব-মুশফিকরা।
তবে পাপুয়া নিউগিনির একাদশে দুটি বদল এসেছে। দলে ঢুকেছেন হিরি হিরি ও ডেমিয়েন রাভু। বাদ পড়েছেন টনি উরা ও নোসাইনা পাকানা।
সুপার টুয়েলভে খেলতে হলে বাঁচা-মরার লড়াইয়ে আজ জিততেই হবে লাল-সবুজের প্রতিনিধিদের। পাপুয়া নিউগিনিকে হারাতে ন্যূনতম ৩ রানের হারাতে হবে মাহমুদউল্লাহ রিয়াদদের। আর হারলে নিতে হবে বিদায়।
ওমানকে হারিয়ে প্রথম পর্বের ‘এ’ গ্রুপে পয়েন্ট তালিকার তৃতীয় সেরা দল এখন টাইগাররা। রান রেটে এগিয়ে থেকে বাংলাদেশের ওপরে দ্বিতীয় স্থানে এখন ওমান। সবার ওপরে রয়েছে স্কটল্যান্ড। তলানিতে পাপুয়া নিউগিনি।
বাংলাদেশ একাদশ: লিটন কুমার দাস, মোহাম্মদ নাঈম শেখ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ।
পাপুয়া নিউগিনি একাদশ: আসাদ ভালা, চার্লস আমিনি, লেগা সিয়াকা, সেসে বাউ, নরমান ভানুয়া, সাইমন আটাই, নোসাইনা পোকানা, কিপলিং ডরিগা, হিরি হিরি, কাবুয়া মোরেয়া ও ডেমিয়েন রাভু।